সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশে ধূমধাম করেই পালিত হয়েছে রাখিবন্ধন উৎসব। রাজনীতি থেকে বলিউড প্রায় সব ক্ষেত্রের তারকারা অংশ নিয়েছে তাতে। ভাই-বোনের সম্পর্ককে আরও মজবুত করতেই বোনেরা ভাইদের হাতে পরিয়ে দিয়েছে রাখি। পিছিয়ে নেই দেশের ক্রীড়াব্যক্তিত্বরাও। নিজেদের ভাই-বোনদের সঙ্গে রাখিবন্ধন উৎসব পালনের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তালিকায় কে নেই, ভারত অধিনায়ক বিরাট কোহলি, সুরেশ রায়না, জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ, অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিক- প্রত্যেকেই রাখি পরানোর ছবি শেয়ার করেছেন সোশ্যাল সাইটে। শুধু নিজেদের বোন বা ভাইকে নয়, এর পাশাপাশি সমস্ত দেশবাসীকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
সম্প্রতি শ্রীলঙ্কা সফরে রয়েছে টিম ইন্ডিয়া। তিন টেস্টের সিরিজের প্রথম দু’টি জিতে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে তাঁরা। আপাতত সেখানেই রয়েছেন বিরাট। সেখান থেকেই রাখিবন্ধনের জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি দেশে থাকতে না পারার জন্য দিদি এবং বাড়ির লোককে মনে পড়ছে সেকথাও জানান। লেখেন, ‘গোটা বিশ্বে সবাইকে রাখিবন্ধনের শুভেচ্ছা। আজ দিদি এবং বাড়ির সবাইকে খুব মনে পড়ছে।’
A very Happy Rakshabandhan to everyone across the world celebrating, missing Didi and everyone at home today.
#Rakhi #Rakshabandhan #Family pic.twitter.com/wGX9eRPZIv
— Virat Kohli (@imVkohli) August 7, 2017
বরাবরই নিজের টুইটার হ্যান্ডেলে মজার মজার জিনিস টুইট করেন বীরেন্দ্র শেহবাগ। রাখিবন্ধনে সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মজা করতেও ভোলেননি বীরু। লেখেন, ‘বোন শৈশবের সেই সময়ের একটি অংশ যা কোনওদিন হারিয়ে যেতে পারে না। ছবিতে আমার বোনেরা অঞ্জুজি, মঞ্জুজি এবং আমি হাফ গঞ্জুজি।’
Sister is a little bit of childhood that can never be lost. Happy #RakshaBandhan to all.My sister’s Anju ji & Manju ji & me half Ganju ji
pic.twitter.com/Z8Edz84Y9Q
— Virender Sehwag (@virendersehwag) August 7, 2017
এদিকে, বোনের সঙ্গে রাখি পরার ছবি দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের একসময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সুরেশ রায়নাও। অন্যদিকে, অলিম্পিকে বোঞ্জজয়ী কুস্তিগির সাক্ষী মালিকও নিজের ভাইকে রাখি পরানোর ছবি পোস্ট করেন। আর কয়েকদিন পরেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন তিনি। সেকথাও জানান টুইটারে করা পোস্টটিতে। লেখেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাওয়ার আগে রাখির দিন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে গেলাম।’
Love of a sister, support of a friend or partners in crime, you have always been there! Love you my sister
#sisterlove #HappyRakshaBandhan pic.twitter.com/GEpINJ0eeD
— Suresh Raina (@ImRaina) August 7, 2017
Got time to celebrate #RakshaBandhan with family before world championship pic.twitter.com/ovmOZ3rauY
— Sakshi Malik (@SakshiMalik) August 5, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.