Advertisement
Advertisement

বিরাটকে নাম বদলাতে বললেন শেহবাগ

বিরাট কি রাজি হবেন?

Virat Kohli should change his name to 'Badal': Sehwag
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 16, 2016 2:17 pm
  • Updated:December 16, 2016 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজে যখন তাঁর ব্যাট চলত, বোলাররা কুঁকড়ে থাকতেন৷ অবসরের পরে বীরেন্দ্র শেহবাগের কাছে এখন যেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারই বাইশ গজ৷ মজাদার টুইট, কাউকে খোঁচা দেওয়ার ব্যাপারগুলিতে তিনি রীতিমতো ‘মাস্টার’ হয়ে গিয়েছেন৷ এবার তিনি পড়লেন বিরাট কোহলিকে নিয়ে৷

তবে ভারতের টেস্ট অধিনায়ককে তিনি প্রশংসায় ভরিয়ে দিলেন৷ তাঁর হঠাৎ মনে হয়েছে কোহলির নাম বদল করে দেওয়া উচিত৷ ব্যাপারটা কী? বিরাট রানের মালিকের নাম আচমকা বদলাতে চাইছেন কেন বীরু? স্বাভাবিকভাবেই সবাই কৌতুহলী ছিলেন, তাহলে কী নাম দেওয়া উচিত! চার লাইনের টুইটে পুরো ব্যাপারটাই খোলসা করে দিলেন ভারতীয় প্রাক্তন তারকা ওপেনার৷

Advertisement

তিনি লিখলেন, “বিরাটের উচিত খবরের কাগজে নাম পরিবর্তেনর একটা বিজ্ঞাপন দেওয়া৷ বিরাট কোহলি নয়৷ ওর নাম বদলে হওয়া উচিত বাদল৷ মানে মেঘ৷ দলের মধ্যে ওই একমাত্র ব্যাটসম্যান যে সব জায়গায় রান করে যাচ্ছে৷ এই মুহূর্তে বর্ষার মেঘের কথা মনে হচ্ছে ওকে৷ সে যেমন যেখানেই যায় বৃষ্টি হয়, বিরাটও সেরকম৷ যেখানেই যাচ্ছে রান করছে৷” এখন প্রশ্ন হল, বিরাট কি রাজি হবেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement