Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

৭৬টি সেঞ্চুরির মালিক বিরাট, মাইলফলকের টেস্টে ছুঁলেন স্যর ডনকে

এদিন সেঞ্চুরি করায় বিদেশের মাঠে পাঁচ বছরের শতরানের খরা কাটালেন কোহলি।

Virat Kohli scores a century and touches Sir Don Bradman's feat । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 21, 2023 8:06 pm
  • Updated:July 21, 2023 8:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাইলফলকের টেস্ট ম্যাচে স্যর ডনকে ছুঁলেন বিরাট কোহলি (Virat Kohli)। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের পাঁচশোতম ম‌্যাচ খেলছেন তিনি। ঐতিহাসিক পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধ অবলীলায় সেঞ্চুরি হাঁকালেন কোহলি। এনিয়ে টেস্ট ক্রিকেটে ২৯টি সেঞ্চুরি হয়ে গেল তাঁর। মোট ৭৬টি সেঞ্চুরির মালিক এখন কোহলি। শচীন তেণ্ডুলকরের কক্ষপথের দিকে একটু একটু করে এগোচ্ছেন  তিনি। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ৮৭ রানে অপরাজিত ছিলেন কোহলি। দ্বিতীয় দিনের সকালে খুব সহজেই শতরান করে ফেললেন তিনি। সেঞ্চুরি করার পরে সেই ভুবন ভোলানো হাসি। কোথায় সেই উদ্ধত মেজাজ! নরম হাসি লেগেছিল তাঁর মুখে। সেই হাসি দেখে বোঝা যাচ্ছিল, সেঞ্চুরির জন্য কতটা ক্ষুধার্ত তিনি। ক্যারিবিয়ান বোলাররা তাঁকে বিব্রত করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন বিরাট কোহলি, একথা বললেও অত্যুক্তি করা হবে না।  

Advertisement

[আরও পড়ুন: মিস করা যাবে না বিশ্বকাপের ভারত-পাক মহারণ, হাসপাতালের বেড ভাড়া করলেন সমর্থকরা!]

কোহলি এখন নিজেকে নিয়ে গিয়েছেন এক অন্য উচ্চতায়। তিনি এখন অনেকের প্রেরণা। প্রতিপক্ষ দলের উইকেট কিপার জোশুয়া দ্য সিলভারও ( Joshua Da Silva) প্রেরণা তিনি। প্রথম দিনে একাধিক বার কোহলি ও জোশুয়ার মধ্যে কথাবার্তা হয়েছে। দু’ জনের মধ্যে কথাবার্তার মুহূর্ত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তৃতীয় সেশন শেষ হওয়ার আগের ওভারে কোহলিকে শতরান করার কথা বলেন জোশুয়া। যার উত্তরে কোহলি বলেন, ”তুমি তো দেখছি আমার মাইলফলক নিয়ে আচ্ছন্ন রয়েছো।” ত্রিনিদাদের উইকেট কিপারের উত্তর বলে দিচ্ছিল তিনি কোহলির বড় ভক্ত। জোশুয়া বলেন, ”আমি জানি আমি তোমার ভক্ত। আমি চাই তুমি একশো করো।”

সেই একশো করলেন কোহলি। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে কোহলি পৌঁছনোর পরে সোশ্যাল মিডিয়ায় বিরাট বন্দনা শুরু হয়ে যায়। কেউ লিখেছেন, বিরাটের এই শতরানের পিছনে যে লড়াই রয়েছে তা মূলত নিজের সঙ্গেই। বোলারদের সঙ্গে লড়াই তুলনায় কম। 
পাঁচশো-তম আন্তর্জাতিক ম্যাচ বিরাটের কাছে উল্লেখযোগ্য আরও অনেক দিক থেকেই। এদিন সেঞ্চুরি করায় বিদেশের মাঠে পাঁচ বছরের শতরানের খরা কাটালেন কোহলি। প্রথম ব্যক্তি হিসেবে পাঁচশোতম ম্যাচে সেঞ্চুরি করার নজির গড়লেন বিরাট কোহলি। 

[আরও পড়ুন: কেমন আছেন বুমরাহ-পন্থরা? পাঁচ তারকার আপডেট দিল বোর্ড]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement