Advertisement
Advertisement

Breaking News

বাগদানের জল্পনা ওড়ালেন কোহলি

নতুন বছরে গাঁটছড়া বাঁধছেন না বিরুষ্কা৷

Virat Kohli said Engagement Rumours are false
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 30, 2016 12:34 pm
  • Updated:August 9, 2021 1:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগদানের জল্পনা উড়িয়ে দিলেন বিরাট কোহলি৷ সম্প্রতি তাঁর এবং অভিনেত্রী অনুষ্কা শর্মার বিয়ে নিয়ে যে জলঘোলা শুরু হয়েছিল মিডিয়াতে, সেই জল্পনাতেই জল ঢাললেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক৷ “এখনই বাগদান পর্ব সারছি না৷” স্পষ্ট জানিয়ে দিলেন বিরাট কোহলি৷

এদিন তিনি টুইটে বলেন “এখনই বাগদান পর্ব সারছি না আমরা৷ আর যদি এমন কিছু করিও তা লুকিয়ে করব না৷ সহজ ব্যাপার৷” এতেই থেমে থাকেননি বিরাট৷ তাঁর আর অনুষ্কার বিয়ের গুজব রটানোর জন্য মিডিয়াকেও একহাত নিয়েছেন তিনি৷ টুইটে লিখেছেন, “যেহেতু মিডিয়া ভুয়া খবর এবং গুজব রটানো থেকে বিরত থাকতে পারছেন না, তাই আমরাই গোটা বিষয়টি আমাদের তরফ থেকে স্পষ্ট করে দিলাম৷”

গতকালই কানাঘুষো শুরু হয়েছিল বিরাট এবং অনুষ্কার বিয়ে নিয়ে৷ শোনা গিয়েছিল নতুন বছরের প্রথমদিন অর্থাৎ পয়লা জানুয়ারিই নাকি বাগদান পর্ব সেরে ফেলবেন তাঁরা৷ আর সেই কথা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ কিন্তু এই মুহূর্তে সম্পর্ককে বিয়ের পরিণতি দিতে মনে হয় বিরাট বা অনুষ্কা, কেউই রাজি নন৷ আর তাই নিজেরাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখনই ‘এনগেজমেন্ট’ হচ্ছে না তাঁদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement