Advertisement
Advertisement

Breaking News

এশিয়া কাপে বিশ্রাম বিরাটকে, ফের দলের নেতৃত্বে রোহিত

এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপের বাছাই দল।

Virat Kohli rested for Asia Cup, Rohit Sharma to lead squad
Published by: Sulaya Singha
  • Posted:September 1, 2018 4:35 pm
  • Updated:September 1, 2018 4:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা সিরিজ খেলছেন। সব ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিয়ে চলেছেন। তাই আসন্ন এশিয়া কাপে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় নির্বাচকমণ্ডলী। দলে ফের অধিনায়কের দায়িত্বে এলেন রোহিত শর্মা।

শনিবার একদিকে যখন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সমতায় ফেরানোর লড়াই চালাচ্ছে টিম ইন্ডিয়া, তখনই আসন্ন এশিয়া কাপের জন্য ১৬ জনের দল ঘোষণা করল বিসিসিআইয়ের নির্বাচন কমিটি। টানা আড়াই মাসের ধকলের পর বিরাটের বিশ্রামের প্রয়োজন বলেই মনে করেছেন নির্বাচকরা। তাছাড়া এশিয়া কাপের পর আবার তিন মাসে ছ’টি টেস্ট খেলতে হবে ভারতকে। দুটি ওয়েস্ট ইন্ডিজ এবং চারটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তাই কোহলির উপর অতিরিক্ত চাপ দিতে চান না নির্বাচকরা। সুতরাং আরও একবার নেতৃত্বের শিকে ছিঁড়ল রোহিতের ভাগ্যে। দলে চমক বলতে একটিই। প্রথমবার দেশের হয়ে খেলার জন্য ডাক পেলেন খালিল আহমেদ। আইপিএল-এ ভাল ফর্মে দেখা গিয়েছিল এই পেসারকে। তবে দলে ধোনি এবং দীনেশ কার্তিক থাকায় জায়গা হল না ঋষভ পন্থের। চলতি বছর শ্রীলঙ্কায় রোহিতের নেতৃত্বই দুর্দান্ত ব্যাটিং করে দলকে নিদাহাস ট্রফি জিতিয়েছিলেন কার্তিক। তাই তাঁর উপরই ফের ভরসা রাখল এমএসকে প্রসাদের চেয়ার করা কমিটি। এদিকে লম্বা বিরতির পর এশিয়া কাপের দলে ফিরলেন পেসার ভুবনেশ্বর। ইন্ডিয়া এ-তে ভাল পারফরম্যান্সের জন্য ডাক পেলেন রায়ডুও।

Advertisement

[তাসে সেরা বাঙালিই! এশিয়াডে ব্রিজে সোনা জয় দুই বঙ্গসন্তানের]

সংযুক্ত আরব আমিরশাহিতে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা। ভারতের সফর শুরু হবে ১৮ তারিখ। পরের দিনই চিরপ্রতিক্ষীত ভারত-পাকিস্তান দ্বৈরথ। ইতিমধ্যেই টুর্নামেন্টের সূচি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল ভারতীয় শিবিরে। পরপর দু’দিন ৫০ ওভারের ম্যাচ খেলা মুখের কথা নয়। তাও আবার ভারত-পাকিস্তানের মতো উত্তেজক লড়াই। যদিও সমালোচনা সত্ত্বেও সূচিতে কোনও পরিবর্তন আসেনি।

এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপের বাছাই দল।

[মাঠে লড়াই বিশ্বকাপার আর দেশীয় অভিজ্ঞতার, সাইডলাইনে গুরু-শিষ্যের]

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), কেএল রাহুল, অাম্বাতি রায়ডু, কেদার যাদব, মণীশ পাণ্ডে, এমএস ধোনি (উইকেটকিপার), দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরাহ, শার্দূল ঠাকুর, খালিল আহমেদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement