Advertisement
Advertisement

‘কুম্বলে-শাস্ত্রীরা যাবে আসবে, সাফল্যের সব কৃতিত্ব বিরাটদেরই’

উপদেষ্টা কমিটিকেও খোঁচা শাস্ত্রীর!

Virat Kohli, Ravi Shastri address media before Sri Lanka tour
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2017 10:55 am
  • Updated:July 19, 2017 12:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “গত তিন বছর ধরে দারুণ ফর্মে রয়েছে ভারতীয় দল৷ অনেক সাফল্য পেয়েছে৷ এবং এর সম্পূর্ণ কৃতিত্ব প্রাপ্য দলের ক্রিকেটারদের৷ অনিল কুম্বলে, রবি শাস্ত্রীরা যাবে আসবে৷ কিন্তু ক্রিকেটারদের পারফরম্যান্সেই এসেছে সাফল্য৷” শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে এভাবেই বিরাটবাহিনীর প্রশংসা করে গেলেন দলের নয়া কোচ রবি শাস্ত্রী৷

টিম ইন্ডিয়ার কোচ হিসেবে এটা তাঁর দ্বিতীয় ইনিংস৷ ২০১৪-১৬-র প্রথম ইনিংসেও বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভাল ছিল৷ কোচ নির্বাচন নিয়ে হাজার জলঘোলার পরও শেষমেশ ক্যাপ্টেন কোহলির পছন্দেই সিলমোহর পড়ে৷ ক্রিকেটমহলের একাংশের দাবি, ড্রেসিং রুমে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতেই শাস্ত্রীকে কোচ করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই-এর উপদেষ্টা কমিটি৷ আর শ্রীলঙ্কা সফর শুরুর আগে বুধবার মুম্বইয়ে সেই শাস্ত্রী-কোহলি কেমিস্ট্রিই দেখলেন সাংবাদিকরা৷ কখনও শাস্ত্রীর গলায় কোহলির প্রশংসা তো কখনও ভারত নেতা জানিয়ে দিলেন, কোচের সঙ্গে আগেও তিন বছর থেকেছেন৷ তাই নতুন করে তাঁকে বোঝার প্রয়োজন হবে না৷

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই কোহলি-কুম্বলের মনোমালিন্যের ছবিটা ধরা পড়েছিল৷ টুর্নামেন্ট চলাকালীন যা আরও প্রকট হয়ে ওঠে৷ সৌরভ-শচীন-লক্ষ্মণের নির্বাচিত কোচ কুম্বলেকে যে আর পছন্দ হচ্ছে না, তা বেশ ভালভাবেই বুঝিয়ে দিয়েছিলেন কোহলি৷ কিন্তু কুম্বলেকে সরিয়ে নতুন কোচের কথা সেই মুহূর্তে ভাবতেই পারেননি সৌরভরা৷ কারণ তাঁর জমানায় দল যথেষ্ট ভাল ফর্মে ছিল৷ পরে পরিস্থিতি বুঝে একরাশ অভিমান নিয়ে নিজেই ইস্তফা দেন জাম্বো৷ টিম ইন্ডিয়ার ‘হেডস্যার’-এর দায়িত্ব নেওয়ার পরই শাস্ত্রী যেন বুঝিয়ে দিলেন, দলের ভাল পারফরম্যান্সের কোনও কৃতিত্বই কোচের প্রাপ্য ছিল না৷ শুধু তাই নয়, পরোক্ষভাবে যেন উপদেষ্টা কমিটিকেও খোঁচা দিলেন প্রাক্তন অধিনায়ক৷ বললেন, “গত দুই সপ্তাহে অনেক বেশি পরিণত হয়ে গিয়েছি৷ কোনও বোঝা নিয়ে আসিনি আমি৷ দলের সঙ্গে আগেও কাজ করেছি৷ যেখানে শেষ করেছিলাম, সেখান থেকেই শুরু করব৷” তবে জাহির-দ্রাবিড় নিয়ে তাঁর আপত্তি থাকলেও ভারতীয় দলের পরামর্শদাতা হিসেবে শচীন তেণ্ডুলকরকে চাইছেন শাস্ত্রী৷

[প্রশিক্ষণের নামে খেলোয়াড়কে ধর্ষণ, গ্রেপ্তার কোচ]

প্রথমে জানা গিয়েছিল, বোলিং কোচ হিসেবে জাহির খানকে বেছে নিয়েছিল উপদেষ্টা কমিটি৷ কিন্তু পরে সে সমীকরণও পালটে যায়৷ শাস্ত্রীর পছন্দের ভরত অরুণকেই বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়৷ এই সিদ্ধান্তের পক্ষে সওয়াল করে রবির বক্তব্য, “গত ১৫ বছর ধরে কোচিং করাচ্ছেন অরুণ৷ তাই অন্যান্যদের থেকে দলের ছেলেদের অনেক বেশি ভালভাবে চেনেন তিনি৷ অরুণ টেস্ট ক্রিকেটার হলে তাঁকে অনেক উঁচু আসনে বসানো হত৷”

কোচ নিয়ে বিসিসিআই-এর লাগাতার নাটক নিয়ে অবশ্য মুখ খুললেন না বিরাট৷ বললেন, “আমার হাতে শুধু ব্যাট আছে৷ আশেপাশে যা কথাবার্তা চলছে, তা তো আর আমি আটকাতে পারি না৷” অর্থাৎ কোচ বাছাই নিয়ে যতই তাঁর পছন্দের কথা উল্লেখ করা হোক, সেসব বিতর্ক থেকে নিজেকে সরিয়েই রাখলেন অধিনায়ক৷

[উপদেষ্টাদের উপেক্ষা করেই দলে শাস্ত্রীর পছন্দের বোলিং কোচ, কী মন্তব্য সৌরভের?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement