সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোকের এই সময়ে কোনও অনুষ্ঠানই চলে না। আর তাই ইন্ডিয়ান স্পোর্টস অনার্স অনুষ্ঠান স্থগিত করে দিলেন বিরাট কোহলি। দেশের সেরা ক্রীড়াবিদদের ক্রীড়াসম্মান দেওয়ার এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল শনিবার। চেতেশ্বর পূজারা থেকে শুরু করে ভারতীয় বক্সার মেরি কম, অলিম্পিকে রুপোজয়ী পি ভি সিন্ধুর মতো নামী ক্রীড়া তারকাদের সম্মানিত করার কথা ছিল এই অনুষ্ঠানে। কিন্তু পুলওয়ামায় জওয়ানদের উপর জঙ্গি হানার পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলি এই অনুষ্ঠান আপাতত স্থগিত রাখার কথা জানালেন। টুইটারে তিনি লিখেছেন, “অনুষ্ঠান স্থগিত রাখা হল। যে বিশাল ক্ষতির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, তাতে এই অনুষ্ঠান এখন স্থগিত থাকছে।”
আরপি-এসজি ইন্ডিয়ান স্পোর্টস অনার্স আসলে একটি বিরাট কোহলি ফাউন্ডেশনের অংশ। এই নিয়ে দ্বিতীয়বার দেশের সফল ক্রীড়াবিদদের সম্মানিত করার পথে এগোচ্ছিল তারা। কিন্তু পুলওয়ামায় মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর গোটা দেশ এখন শোকের মধ্যে রয়েছে। দেশের ক্রীড়াবিদরাও এই জঘন্য ও কাপুরোষিত ঘটনায় শোক জানিয়েছেন। বিরাটও এর ব্যতিক্রম নন। সংগঠকদের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, এই অনুষ্ঠানটি নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে আপাতত স্থগিত রাখা হল।
চেতেশ্বর পূজারা, রোহিত শর্মাদের মতো তারকা ক্রিকেটাররা যেমন বর্ষসেরা ক্রীড়াবিদের সম্মান পাওয়ার দৌড়ে ছিলেন, তেমনই মহিলা ক্রীড়াবিদদের মধ্যে এই খেতাব পাওয়ার লড়াইয়ে ছিলেন হরমনপ্রিত কৌর, পি ভি সিন্ধুর মতো তারকারা। বিরাট নিজেও এই উদ্য়োগের সঙ্গে ওতোপ্রতোভাবে যুক্ত। তাঁর এই ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া শ্রেণির জন্য কাজ করে। এখান থেকে উঠে আসা তরুণ ক্রীড়াবিদদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে দেয়। এছাড়া গ্রাসরুট লেবেল থেকে ক্রীড়াবিদদের যাতে তুলে আনা যায়, সেই চেষ্টা করে যাচ্ছে তারা।
The RP-SG Indian Sports Honours has been postponed. At this heavy moment of loss that we all find ourselves in, we would like to cancel this event that was scheduled to take place tomorrow.
— Virat Kohli (@imVkohli) February 15, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.