Advertisement
Advertisement

টেস্টে ঠাঁই নেই, আইসিসির একদিনের দলে অধিনায়ক বিরাট

আইসিসি টেস্ট দলে জায়গা হল না ভারতের টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন বিরাট কোহলির৷ বদলে আইসিসির বিচারে একদিনের দলে অধিনায়কের শিরোপা পেলেন বিরাট৷

Virat Kohli named as captain of the ICC ODI team
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 22, 2016 5:16 pm
  • Updated:December 22, 2016 8:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড দুরুমুশ হয়েছে তাঁর নেতৃত্বে৷ ২০১৬’য় ১২ টেস্টে ১২১৫ রান এসেছে তাঁর ব্যাটে৷ গড় ৭৫.৯৩৷ তবু আইসিসি টেস্ট দলে জায়গা হল না ভারতের টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন বিরাট কোহলির৷ বদলে আইসিসির বিচারে একদিনের দলে অধিনায়কের শিরোপা পেলেন বিরাট৷

ধোনি টেস্টে নেতৃত্ব ছাড়ার পর ব্যাটন গিয়েছে বিরাটের হাতেই৷ এবং তিনি যে সেখানে দারুণ সফল তা বলার অপেক্ষা রাখে না৷ একের পর এক রেকর্ড ধরা দিয়েছে তাঁর নেতৃত্বেই৷ এমনকী দেশের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও তাঁকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন৷ জানিয়েছেন, আগ্রাসী মনোভাবে তাঁর থেকেও এগিয়ে আছে বিরাট৷ তবে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক জায়গাই পাননি আইসিসির টেস্ট দলে৷ বদলে সে শিরোপা গিয়েছে কুকের কাছে৷ আইসিসির টেস্ট দলে ভারতীয়দের মধ্যে একমাত্র জায়গাটি করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন৷ তবে বিরাটের জায়গা হল আইসিসির একদিনের দলে৷ সেখানে অবশ্য তিনিই অধিনায়ক৷ এ দলে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজাও৷

Advertisement

 

 

টেস্টে জায়গা না পাওয়ার ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন অনুরাগ ঠাকুর৷ জানিয়েছেন গত সেপ্টেম্বর থেকে এই সেপ্টেম্বর পর্যন্তে পারফরম্যান্সের ভিত্তিতে ভোট হয়েছে৷ বিরাট এই সেপ্টেম্বররের পরই বেশি রান করেছেন৷তাই দুভার্গ্যজনকভাবে ওর জায়গা হল না৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement