Advertisement
Advertisement

মার্কিন মুলুকে টি-২০ খেলতে পারেন বিরাটরা

শোনা যাচ্ছে, সেটা খুব সম্ভবত ২৪-২৭ আগস্ট হবে তিনটি ম্যাচ৷

Virat Kohli may play T20 in Florida
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 28, 2016 5:12 pm
  • Updated:July 28, 2016 5:12 pm  

স্টাফ রিপোর্টার: এমনিতে যা সূচি তাতে একদিনের বা টি-২০ কোনও ম্যাচ নেই৷ চারটে টেস্ট খেলে বিরাটদের দেশে ফিরে আসার কথা৷ কিন্তু যা পরিস্থিতি, সবকিছু ঠিকঠাক থাকলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটে টি-২০ ম্যাচ খেলতে পারেন বিরাট কোহলিরা৷ তবে সেটা অ্যান্টিগা বা জামাইকা নয়, কোহলিরা খেলবেন ফ্লোরিডায়৷ বোর্ড সূত্রে অন্তত তেমনটাই জানা যাচ্ছে৷ দু’জন বোর্ড কর্তা ইতিমধ্যেই সেখানে উড়ে গিয়েছেন৷ দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এই নিয়ে কথাও চলছে৷

৪৯ দিনের ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাটরা চারটি টেস্ট খেলবেন৷ শেষ টেস্ট ১৮-২২ আগস্ট পোর্ট অফ স্পেনে৷ সেক্ষেত্রে দেশে ফেরার আগে ফ্লোরিডায় তিনটে টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল৷ শোনা যাচ্ছে, সেটা খুব সম্ভবত ২৪-২৭ আগস্ট হবে তিনটি ম্যাচ৷ তবে অনেকে চাইছেন ২৪-এর পরিবর্তে সেটা একদিন পিছিয়ে দিতে৷ কারণ ২২ আগস্ট টেস্ট সিরিজ শেষ হচ্ছে৷ ফলে কিছুটা সময় পাওয়া যাবে৷

Advertisement

এমনিতে ফ্লোরিডার যে স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা, সেটা আইসিসি স্বীকৃত৷ কিন্তু প্রশ্ন হল, হঠাৎ ফ্লোরিডাতে কেন টি-২০ সিরিজ আয়োজনের পরিকল্পনা খেলতে চাওয়া হচ্ছে? আসলে আমেরিকাতে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর ব্যাপারে উদ্যোগী হয়েছেন সে দেশের কর্তারা৷ এর আগে সেখানে শচীন-শেহবাগরাও খেলে গিয়েছেন৷ এবার তাই সেখানে একটা পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে৷ ভারতীয় দল যদি টি-২০ সিরিজ খেলে, তাহলে নির্বাচকদের আবার দল গড়তে বসতে হবে৷ সেক্ষেত্রে ধোনি, সুরেশ রায়নারা এখান থেকে ফ্লোরিডায় উড়ে যাবেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement