Advertisement
Advertisement

ক্যাপ্টেন কোহলিকে ছাড়াই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত!

তাহলে অধিনায়কের ভূমিকায় কে থাকবেন?

Virat Kohli likely to miss T20 tri-series: Report
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 23, 2018 4:05 pm
  • Updated:February 23, 2018 4:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু খেলা আর খেলা। বিশ্রামের বালাই নেই ভারতীয় ক্রিকেটারদের। একটা সিরিজ শেষ তো অন্যটা শুরু। যার প্রভাব পড়েছিল কেপ টাউন, সেঞ্চুরিয়নের বাইশ গজেও। দেশের মাটিতে শ্রীলঙ্কা সিরিজ শেষ করেই দক্ষিণ আফ্রিকায় উড়ে গিয়েছিলেন বিরাট কোহলিরা। যার জন্য প্র্যাকটিস ম্যাচ খেলারও সময় হয়নি ভারতের। কোচ রবি শাস্ত্রীও মেনে নিয়েছিলেন, টেস্ট সিরিজ হারের অন্যতম কারণ অনুশীলন ম্যাচ না খেলা। আর সেই কারণেই ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছেন ভারতীয় নির্বাচকমণ্ডলী। সে কথা মাথায় রেখে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে ভারত অধিনায়ককে।

[মেজাজ হারিয়ে ম্যাচের মধ্যে এ কী করলেন ‘ক্যাপ্টেন কুল’? অবাক ভক্তরা]

শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন প্রত্যেক ক্রিকেটারকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার পক্ষে সাংবাদিক সম্মেলনে সওয়াল করেছিলেন বিরাট কোহলি। ভারত নেতার প্রস্তাব মেনে নিয়ে সে সময় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এবার ফের একই রাস্তায় হাঁটতে চলেছেন বিসিসিআই-এর নির্বাচকরা। দক্ষিণ আফ্রিকা সফর শেষ হলেই ৬ মার্চ থেকে কলম্বোয় শুরু হয়ে যাবে ত্রিদেশীয় টুর্নামেন্ট। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের মাঠে নামবে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০তম বর্ষপূর্তি হিসেবেই এই বিশেষ টুর্নামেন্টের আয়োজন। যার জন্য ৪ মার্চই শ্রীলঙ্কা পৌঁছে যাওয়ার কথা ভারতীয় দলের। তারপরই আবার শুরু হবে আইপিএল। তাই শনিবার প্রোটিয়াদের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টির পর আসন্ন টুর্নামেন্টে বিশ্রাম দেওয়া হতে পারে ক্যাপ্টেন কোহলিকে। সেক্ষেত্রে ফের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে রোহিত শর্মাকে। ফলে শ্রীলঙ্কা সিরিজ জয়ের পর ফের ভারতকে চ্যাম্পিয়ন করার সুযোগ পাবেন রোহিত।

Advertisement

[নয়া নজির গড়ে আইসিসি ব়্যাঙ্কিং শীর্ষে বিরাট, ভাঙলেন শচীনের রেকর্ডও]

ওয়ানডে সিরিজ জয়ের পর শনিবার টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে মধুরেন সমাপয়েৎ করতে চায় ভারত। তাই শেষ টি-টোয়েন্টিতে কোমর বেঁধেই নামবে দল। শোনা যাচ্ছে, ফিরতে পারেন জশপ্রীত বুমরাহও। তবে কলম্বোয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বিরাটের পাশাপাশি বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকেও। ভুবনেশ্বর কুমারকেও বসানোর চিন্তা-ভাবনা চলছে। তবে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই খবর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement