সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইজ্যাগে নিজের ৫০তম টেস্ট ম্যাচে ঝুলিতে ভরেছিলেন ২৪৮ রান৷ আর সেই সঙ্গে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ টেস্টের সিরিজে দলকে ১-০-য় এগিয়ে দিয়েছেন ক্যাপ্টেন বিরাট কোহলি৷ মঙ্গলবার তারই পুরস্কার পেলেন তিনি৷ আইসিসি-র সদ্য প্রকাশিত তালিকায় কেরিয়ারের সেরা টেস্ট ব়্যাঙ্কিংয়ে পৌঁছে গেলেন ভারতীয় অধিনায়ক৷
টি-টোয়েন্টিতে তিনিই যে সেরা, তা তো আগেই প্রমাণিত হয়েছে৷ কারণ টি-টোয়েন্টি ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে তাঁর নামই জ্বলজ্বল করছে৷ আর এদিন আইসিসি-র প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন কোহলি৷ কুকবাহিনীর বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের দৌলতে ১০ ধাপ এগিয়ে এলেন তিনি৷ অতীতে টেস্ট ব্যাটিংয়ে সর্বোচ্চ ১০ নম্বরে পৌঁছেছিলেন বিরাট৷ এবার এ বি ডিভিলিয়ার্স, হাশিম আমলাদের টপকে গেলেন তিনি৷ ভাইজ্যাগে দ্বিতীয় টেস্টে ৯৭ পয়েন্ট পকেটে পুরলেন তিনি৷ যার ফলে দু’নম্বরে থাকা ব্রিটিশ ব্যাটসম্যান জো রুটের থেকে ২২ পয়েন্ট পিছিয়ে রইলেন তিনি৷ তালিকার শীর্ষে রয়েছেন অজি ব্যাটসম্যান স্মিথ৷
তবে সুখবরের দিন আরেকটি খারাপ খবরও এসে পৌঁছল বিরাটের কাছে৷ তাঁর বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলল ব্রিটিশ মিডিয়া৷ একটি বিদেশি সংবাদপত্রের খবর অনুযায়ী, রাজকোটে প্রথম টেস্টের ভিডিওতে দেখা গিয়েছে তিনি মুখ থেকে মিষ্টি জাতীয় খাবারের রস হাতে নিয়ে তা বলে লাগান, যাতে বল আরও মসৃণ হয়৷ যদিও ম্যাচ রেফারি বা আম্পায়ার এ বিষয়ে কোনও অভিযোগ তোলেননি৷ ২৬ নভেম্বর মোহালিতে শুরু তৃতীয় টেস্ট৷ তার আগে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করছে ইংল্যান্ডের মিডিয়া, এমনটাই মনে করছে ভারতীয় ক্রিকেটমহল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.