Advertisement
Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি বিরাটের, রানের পাহাড়ে ভারত

সত্যি এবার ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন তিনি৷

Virat Kohli Double Century - Dream Knock, England's Nightmare
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 11, 2016 11:54 am
  • Updated:December 11, 2016 11:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন মাসে তিনটি ডবল সেঞ্চুরি৷ এক বছরে ক্যাপ্টেন হিসাবে তিনটি দ্বিশতরান৷ ওয়েস্ট ইন্ডিজে, ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং এখন ইংল্যান্ডের বিরুদ্ধে৷ রবিবাসরীয় ওয়াংখেড়েতে কুকবাহিনীর বিরুদ্ধে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে ৩০২ বলে হাঁকানো ২০০ রান তাঁকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিল বলা যায়৷

না, আর আটকে রাখা যাচ্ছে না টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে৷ সত্যি এবার ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন তিনি৷ তাঁর ক্লাস এবং ফর্ম নিয়ে আর কিছুই বলার নেই সমালোচকদের৷ তাঁর সমসাময়িক ডেভিড ওয়ার্নার, জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনদের থেকে প্রায় আলোকবর্ষ সমান দূরত্ব বানিয়ে ফেলেছেন বিরাট৷ এবং কৃতিত্ব শুধুই তাঁর একার৷ এর আগের দ্বিশতরানগুলি থেকে এদিনেরটা একটু বেশী আনন্দ দেবে বিরাটকে৷ কেন না সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে যাঁর ব্যাটিং গড় মাত্র ১৩.৪০ ছিল, তাঁর কাছে এই দ্বিশতরান সত্যিই মধুর নয় কি?

Advertisement

তিনি জিততে আসেন, দলকে জেতাতে নামেন৷ গোটা সিরিজে যেভাবে তিনি ব্রিটিশ বোলিংকে নিয়ে ছেলেখেলা করেছেন তা প্রায় দুঃস্বপ্নের মতো হয়ে গিয়েছে কুকদের কাছে৷ বিরাট ব্যাট হাতে ক্রিজে এলেই প্রমাদ গুনতে শুরু করেন ব্রড, অ্যান্ডারসনরা৷ কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে অধিনায়ক কুকের৷ যখনই মনে হয় ভারতীয় ব্যাটিং অর্ডারকে একটু হোঁচট খাওয়াচ্ছেন ব্রিটিশ বোলাররা, তখনই ব্যাট হাতে ত্রাতার ভূমিকায় দেখা যায় বিরাটকে৷ যত আগুনে বোলিংই হোক না কেন, সবই বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিরাট৷ এদিনের এই দ্বিশতরানের ইনিংসও যেন সেই অভ্যাসকেই আরও প্রকট করে তুলল৷ চতুর্থ দিনে লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর ৭ উইকেট খুইয়ে ৫৭৯ রান৷ প্রথম ইনিংসে ভারত এগিয়ে ১৭৯ রানে৷ ২১২ রানে বিরাট এবং ৯২ রানে ব্যাট করছেন জয়ন্ত যাদব৷ সব ঠিক থাকলে তিনিও জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি করে ফেলতে পারেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement