Advertisement
Advertisement

রহমানের সুরে ‘ব়্যাপার’ বিরাট, ভাইরাল ভিডিও

মায়েস্ট্রো এ আর রহমানের সঙ্গে গলা মিলিয়ে ফুটসাল প্রিমিয়ার লিগের (এফপিএল) থিম সং গাইলেন দিল্লির ব্যাটসম্যান৷ গানের ভিডিওতে ব়্যাপার বিরাটের পারফরম্যান্স রীতিমতো তাক লাগিয়ে দেয়৷

Virat Kohli Dances to AR Rahman's Tunes for Premier Futsal League
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2016 5:07 pm
  • Updated:August 9, 2021 7:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি৷ একই অঙ্গে কতই না রূপ তাঁর! দেশ-বিদেশের বাইশ গজ দাপিয়ে বেড়ানো তাঁর শখ৷ আবার সেই বিরাটই সময় সুযোগ পেলে সতীর্থদের সঙ্গে ডান্স ফ্লোর মাতিয়ে দেন৷ এবার তাঁর ভক্তরা তাঁকে দেখবেন ব়্যাপার হিসেবে!

মায়েস্ট্রো এ আর রহমানের সঙ্গে গলা মিলিয়ে প্রিমিয়ার ফুটসাল লিগের (পিএফএল) থিম সং গাইলেন দিল্লির ব্যাটসম্যান৷ গানের ভিডিওতে ব়্যাপার বিরাটের পারফরম্যান্স রীতিমতো তাক লাগিয়ে দেয়৷ শুক্রবার ভিডিওটি প্রকাশ হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ গানের সুর দিয়েছেন কিংবদন্তি সঙ্গীত পরিচালক রহমান৷ চলতি বছর ১৫ জুলাই প্রথমবার ছোট ফরম্যাটের ফুটবল লিগের আসর বসবে এদেশে৷ আটটি শহরের ফ্র্র্যাঞ্চাইজি দল অংশ নেবে এতে৷ এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক৷ মানুষকে ফুটবলমুখি করে তুলতে উদ্যোগী ক্রিকেটার বিরাট৷

Advertisement

ক্রিকেটের বিরতিতে যখন ফুটবলে মজেছেন বিরাট, তখন আরও একটা সুখবর এসে পৌঁছল তাঁর কাছে৷ শোনা যাচ্ছে, ভারতরত্নের জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে কোহলির নাম প্রস্তাব করেছে সর্বভারতীয় গেমিং ফেডারেশন৷ অর্থাৎ শচীন তেণ্ডুলকরের পর ক্রিকেটার হিসেবে ভারতরত্নের যোগ্য প্রাপ্য হিসেবে বিরাটকেই মনে করছে ক্রীড়ামহল৷

ভারতরত্ন পাবেন কি না তা এখনও জানা নেই৷ আপাতত চটপট বিরাটের গলাতে শুনে নিন ‘নাম হ্যায় ফুটসাল’ গানটি৷ এই ভিডিও দেখে যে তাঁর ফ্যান সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, তা কি আর বলার অপেক্ষা রাখে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement