Advertisement
Advertisement

Breaking News

বিরাটের নাচে জমজমাট যুবির সঙ্গীত অনুষ্ঠান

দেখে নিন বিরাটের নাচের সেই ভাইরাল ভিডিও৷

Virat Kohli dances at Yuvraj-Hazel's pre-wedding ceremony
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 30, 2016 2:06 pm
  • Updated:June 17, 2022 7:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়৷’ বন্ধুর বিয়ে মানেই তো নাচ-গান, খাওয়া-দাওয়া আর হই-হুল্লোড়৷ তাই ইয়ার যুবরাজের শাদিতে ফুল-ফর্মে দেখা গেল বিরাট কোহলিকে৷

যখনই মিউজিক সিস্টেমে কোনও পাঞ্জাবি গান ভেসে উঠল, তখনই প্রাণ খুলে নাচতে দেখা গেল ক্যাপ্টেন কোহলিকে৷ মোহালিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জয় যেন তাঁর আনন্দকে দ্বিগুণ করে দিয়েছিল৷ বিরাটের নাচ দেখে কে বলবে, এই ব্যাটসম্যানই বাইশ গজে অ্যান্ডারসন, আদিল রশিদদের ঘাম ঝড়িয়ে দেন৷ মঙ্গলবার যুবরাজ ও হেজেল কিচের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে বিরাটের নাচ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷

Advertisement

এটাই অবশ্য প্রথমবার নয়৷ এর আগে সতীর্থ রোহিত শর্মার বিয়েতে বলি ডিভা সোনাক্ষী সিনহার সঙ্গে মঞ্চ মাতিয়ে ছিলেন কোহলি৷ হরভজন সিং এবং গীতা বসরার বিয়ের অনুষ্ঠানেও গানের ছন্দে পা মেলাতে দেখা গিয়েছিল তাঁকে৷ তাহলে যুবির বিয়েতেই বা বাদ যান কীভাবে! তৃতীয় টেস্টে জয়ের পরই সন্ধেতে যুবির সঙ্গীত অনুষ্ঠানে হাজির হয়েছিল গোটা দল৷ ২০১১ বিশ্বকাপের ম্যাচ অফ দ্য সিরিজ যুবরাজ এবং তাঁর বেটার হাফকে নতুন জীবনের শুভেচ্ছা জানান সকলে৷ বুধবার চণ্ডীগড় থেকে ৪০-৪৫ কিলোমিটার দূরের গুরুদ্বারে বিয়ের অনুষ্ঠান হবে যুবি ও হেজেলের৷

এদিকে, তৃতীয় টেস্টে হারের পর আরও বিপাকে পড়ল  কুকবাহিনী৷ দলের অন্যতম ভরসা হামিদ হাতে চোট পাওয়ায় অস্ত্রোপচার করাতে দেশে ফিরে যাচ্ছেন৷ টানা দুই টেস্টে হারের হতাশা কাটাতে ইংল্যান্ডের ক্রিকেটাররা ঠিক করেছেন, দুবাই ঘুরতে যাবেন তাঁরা৷ ফিরে মুম্বইয়ে নামবেন চতুর্থ টেস্টে৷ তখন মুখোমুখি হতে হবে আরও শক্তিশালী বিরাট কোহলির৷ কারণ এদিনই আইসিসি-র টেস্ট ব়্যাঙ্কিংয়ের তিন নম্বরে উঠে এসেছেন ভারত অধিনায়ক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement