Advertisement
Advertisement

OMG! মিতালি রাজকেই চিনতে ভুল করলেন বিরাট

এদিকে, জাহির না ভরত অরুণ? ভারতীয় বোলিং কোচ নিয়েও শুরু হয়েছে নাটক।

Virat Kohli congratulates Mithali Raj with image of Punam Raut
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 13, 2017 11:38 am
  • Updated:July 13, 2017 11:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান। পাশাপাশি প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ৬ হাজার রানের গণ্ডিও অতিক্রম করেছেন ভারত অধিনায়ক মিতালি রাজ। আর তাই নিজের ফেসবুক পেজে মিতালিকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু সেটা করতে গিয়ে করে ফেললেন বড় রকমের ভুল। যার জেরে শেষপর্যন্ত পোস্টটি মুছেও দিতে হল ভারতের পুরুষ ক্রিকেট দলের অধিনায়ককে। এই ঘটনার ফলে ফের একবার বিতর্কে জড়ালেন বিরাট। এর আগে ভারতীয় দলের কোচ নির্বাচন নিয়েও বিতর্কে জড়িয়েছিলেন।

[মন্দারমণি-উদয়পুরের বিচে দেদার বিকোচ্ছে নকল মদ, জোড়া বিপদে পর্যটকরা]

বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহিলা ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে অনন্য নজির গড়েন মিতালি রাজ। আর অনুষ্কার সঙ্গে ছুটি কাটানোর ফাঁকেই মিতালিকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন বিরাট। তবে পোস্টটিতে তিনি ব্যবহার করে বসেন আরেক ভারতীয় ব্যাটসম্যান পুনম রাউতের ছবি। যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে শতরান করেন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের মুখে পড়েন বিরাট। কী করে একজন অধিনায়ক হয়ে অপর অধিনায়ককে চিনতে ভুল করলেন তিনি? উঠতে শুরু করে সেই প্রশ্নও। অনেকেই পোস্টের নিচে কমেন্ট করে সমালোচনা করেন বিরাটের। কেউ লেখেন, ‘ছবিতে যিনি রয়েছেন তিনি মিতালি রাজ নন, পুনম রাউত।’ অপর একজন লেখেন, ‘বিরাট কোহলি এটা লজ্জার বিষয়। ছবিটি পুনমের, যিনি এদিন শতরান করেছেন।’ যদিও এই বিতর্কের পরেই পোস্টটি মুছে দেন বিরাট। কিন্তু তাতে বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর।

Advertisement

virat mess up

এদিকে, ভারতীয় দলের কোচ নির্বাচন নিয়ে নাটকের পর, আরও একটি নাটক অব্যাহত। জাহির খান না ভরত অরুণ, কাকে বিরাটদের বোলিং কোচ করা হবে? সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সৌরভ-শচীন-লক্ষ্মণের উপদেষ্টা কমিটি প্রাক্তন ভারতীয় বোলার জাহির খানকে টিম ইন্ডিয়ার বোলিং কোচ হিসেবে নির্বাচিত করেছে। মূলত সৌরভের পছন্দ অনুযায়ীই জাহিরকে বোলিং কোচ ঘোষণা করা হয়েছে। কিন্তু সূত্র মারফত খবর, উপদেষ্টা কমিটির এই সিদ্ধান্ত মানতে নারাজ নব নিযুক্ত কোচ রবি শাস্ত্রী। বোলিং কোচ হিসেবে ভরত অরুণকেই চাইছেন তিনি। এর পাশাপাশি টিম ইন্ডিয়ার বোলিং কোচ হওয়ার জন্য ৪ কোটি টাকা মাইনে চাইছেন জাহির। তাই বোর্ডসূত্রে খবর, এক্ষেত্রে এগিয়ে ভরত অরুণই। তবে এর পাশাপাশি উঠে আসছে বেঙ্কটেশ প্রসাদের নামও। বর্তমানে প্রসাদ জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন। অবশ্য এর আগেও ভারতীয় দলের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন প্রসাদ। এখন দেখার শেষ পর্যন্ত বিরাটদের কোচের দায়িত্ব কে পান? সৌরভের পছন্দের জাহির খান নাকি শাস্ত্রীর পছন্দের ভরত অরুণ?

[OMG! শখের গোঁফ-দাড়ি কেন কামিয়ে ফেললেন রণবীর সিং?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement