Advertisement
Advertisement
বিরাট

কোহলির মুকুটে নয়া পালক, ফের পেলেন বিশ্বসেরার খেতাব

সেরা হলেন স্মৃতি মন্দানাও।

Virat Kohli chosen Wisden Cricketers' Almanack as the five Cricketers
Published by: Subhajit Mandal
  • Posted:April 11, 2019 11:41 am
  • Updated:April 11, 2019 11:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলির মুকুটে আরও একটি পালক। ফের তিনি উইজডেনের সেরা ক্রিকেটার হয়েছেন। এই নিয়ে টানা তিনবার এই সম্মান পেলেন ভারত অধিনায়ক। যিনি ২০১৮-তে তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে ২৭৩৫ রান করেছেন। বিরাটের সঙ্গে উইজডেনের এই সম্মান পেয়েছেন ভারতের মহিলা ক্রিকেটার স্মৃতি মন্দানাও। যিনি ২০১৮-তে একদিনের ক্রিকেটে ৬৬৯ ও টি-২০তে ৬৬২ রান করেছেন। মেয়েদের সুপার লিগে স্মৃতির ব্যাট থেকে এসেছে ৪২১ রান।

[আরও পড়ুন: সৌরভের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ, সিদ্ধান্ত জানাল বিসিসিআই]

বিরাট ও স্মৃতি গত ডিসেম্বরে আইসিসির সেরা ক্রিকেটার হয়েছেন। এবার উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকেও দু’জন জায়গা করে নিলেন। বিরাট যেখানে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন, সেখানে স্মৃতিকে সেরা ওয়ান যে ক্রিকেটার হিসাবে বেছে নেয় আইসিসি। উইজডেনের সেরা পাঁচ ক্রিকেটারের এই তালিকায় বিরাট ছাড়া রয়েছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট, জস বাটলার, স্যাম কুরান ও রোরি বার্নস। বিরাটকে নিয়ে মাত্র তিনজন ক্রিকেটারই এযাবৎ তিন বা তিনের বেশিবার উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হতে পেরেছেন। ডন ব্র‌্যাডম্যান ও জ্যাক হবস আটবার এই সম্মান পেয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: আইপিএলে বর্ণবিদ্বেষ! কিং খানের পাশে বসে ট্রোলড এই সেলিব্রিটি]

ভারতের গত ইংল্যান্ড সফরে বিরাট পাঁচ টেস্টে ৫৯৩ রান করেছিলেন। আর তিনি বছর শেষ করেছিলেন নিজের নামের পাশে পাঁচটি সেঞ্চুরি নিয়ে। এই পাঁচ সেরা ক্রিকেটারকে বেছে নেন উইজডেন ক্রিকেটার্স অ্যালমানক-এর সম্পাদক লরেন্স বুথ। ১৮৮৯ সাল থেকে এই ধারা চলে আসছে। ক্রিকেট দুনিয়ায় এই খেতাব বিশাল সম্মানের। মেয়েদের ক্রিকেটে স্মৃতি নিয়মিত রান করে আসছেন। ভারতীয় দল যে সাম্প্রতিক সময়ে ভাল করেছে, তাতে তাঁর বড় ভূমিকা রয়েছে।

বিরাটের ক্ষেত্রে নতুন করে কিছু বলার নেই। তিনি গত কয়েক বছর ধরে রানের মধ্যে আছেন। বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান হিসাবে বিরাটের নামই এখন উঠে আসছে। এদিকে, উইজডেনের ১৫৬তম এডিশনের সম্পাদকীয়তে ইসিবির নতুন টুর্নামেন্টের সমালোচনা হয়েছে। আগামী মরশুমে ‘দ্য হান্ড্রেড’ একশো বলের ক্রিকেট টুর্নামেন্ট করতে চলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement