দেবাশিস সেন, কলম্বো: গলের পর কলম্বোতেও জয়। তিন টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। অর্থাৎ তৃতীয় টেস্ট হারলেও, সিরিজ জিতবে ভারত। এই নিয়ে পরপর আটটি টেস্ট সিরিজ জিতলেন বিরাট। সেই সঙ্গে প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়া-র টানা সাতটি টেস্ট সিরিজ জয়ের রেকর্ডও ভাঙলেন তিনি। এর আগে ২০১৪-১৫ মরশুমে অস্ট্রেলিয়া সফরে গিয়ে শেষবার টেস্ট সিরিজ হেরেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেবার ২-০ ব্যবধানে হেরেছিল ‘মেন ইন ব্লু’ ব্রগেড। তারপর থেকে ঘরে হোক কিংবা বাইরে একটি সিরিজেও হারের লজ্জার মুখে পড়তে হয়নি টিম ইন্ডিয়াকে। এখন সামনে শুধু অস্ট্রেলিয়া। রিকিং পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল টানা ন’টি সিরিজ জিতে তালিকায় শীর্ষস্থানে রয়েছে।
এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে যাওয়ায় স্বভাবতই খুশির হাওয়া ভারতীয় ড্রেসিংরুমে। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে দলের ভূয়সী প্রশংসাও করলেন ভারত অধিনায়ক। বলেন, ‘এই পিচে আমাদের ব্যাটসম্যানরা খুব ভাল ব্যাটিং করেছে। টেস্ট ক্রিকেটে এই ধরনের ব্যাটিং প্রয়োজন। গোটা ম্যাচে অনেকগুলি সেশন থাকে। আমরা জানি, সবক’টা কখনই আমাদের পক্ষে যাবে না।’ পিচ প্রসঙ্গে বিরাটের বক্তব্য, ‘পিচে খুব স্লো ছিল। আর সেইজন্যই আমরা তাড়াতাড়ি নতুন বল নিয়েছিলাম। তবে দ্বিতীয় ইনিংসে নিঃসন্দেহে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করেছে। আমরা জানতাম সুযোগ আসবে। সেই অপেক্ষাতেই ছিলাম।’ নিজেদের ব্যাটিং সম্পর্কে বিরাট বলেন, ‘ঠিকমতো খেয়াল করলে দেখা যাবে গত কয়েকমাসে দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটিং খুবই ভাল হয়েছে।’ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘সিরিজ জিতে খুবই ভাল লাগছে। ২০১৫ সালেও জিতেছিলাম। কোথায় খেলছি সেটা নিয়ে এখন আর আমরা কেউ ভাবি না। আমরা যেখানেই খেলি না কেন, জয় ছাড়া আর কিছু ভাবি না। দলের মধ্যেও এখন এই ব্যাপারটা দেখা যাচ্ছে। পিচ কিংবা পরিবেশ কেমন, সেই নিয়ে আমরা এখন আর ভাবি না। টেস্ট ক্রিকেট আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। দল হিসেবে পরপর ম্যাচে জয় পাচ্ছি, এটা আমাদের কাছে খুবই খুশির খবর। এভাবেই আমরা খেলতে চাইছি।’
এরপরই জাদেজার সম্পর্কে তিনি বলেন, ‘জাদেজা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। বিশেষ করে টেস্ট ম্যাচের ক্ষেত্রে। মোহালি, লর্ডস, ধরমশালায় জাদেজা নিজেকে প্রমাণ করেছে। শুধু বোলিং নয়, ব্যাটিং-ফিল্ডিংয়ের মাধ্যমে জাদেজা ফারাক গড়ে দিচ্ছে।’ পূজারা এবং রাহানেকেও প্রশংসায় ভরিয়ে দেন ভারত অধিনায়ক। ‘পূজারা এবং রাহানে এই দলের সবচেয়ে ভাল ব্যাটসম্যান। রাহানে প্রত্যেক ফর্ম্যাটে খেললেও পূজারা কেবল এক ফর্ম্যাটেই খেলে। গত মরশুম থেকেই ও দুর্দান্ত ব্যাটিং করছে। যেকোনও পরিবেশ-পরিস্থিতিতে পূজারা নিজেকে মানিয়ে নিতে পারে।’ তবে বিরাটের মতে, দলের ফিল্ডিং এমন একটি জায়গা যেখানে ভারতীয় দলকে আরও উন্নতি করতে হবে। এদিকে, উসেইন বোল্টের ভক্ত বিরাট তাঁর প্রিয় তারকার দৌড় নিয়েও মুখ খোলেন। বলেন, বোল্টের রেকর্ড ভাঙা খুবই কঠিন। এমনকী তিনি জামাইকান স্প্রিন্টারকে তাঁর শেষ রেসের আগে শুভেচ্ছা জানিয়েছেন।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.