সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা ছিলই। তেমনটাই হল শেষমেশ। ওয়ানডের পর ইংল্যান্ডের মাটিতে হার টেস্ট সিরিজেও। বিরাট কোহলি অবশ্য ভাঙলেও মচকাচ্ছেন না। বলছেন, সহজে জয় পাননি জো রুটরা। লড়াই করেই জিততে হয়েছে। তাছাড়া সাউদাম্পটনে সিরিজ হাতছাড়া হলেও সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি রেকর্ডের পাশে নাম লেখা থাকল ভারত অধিনায়কের।
যত দিন যাচ্ছে, ব্যাট হাতে ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন বিরাট কোহলি। তিনি মাঠে নামা মানেই তৈরি হয় কোনও না কোনও রেকর্ড। চতুর্থ টেস্টেও তার ব্যতিক্রম হল না। কী সেই রেকর্ড? প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে ৪০০০ রানের নজির গড়লেন বিরাট। ইংল্যান্ডে পাঁচ সিরিজের টেস্ট শুরুর আগে চার হাজার রানের মাইলস্টোন ছুঁতে বিরাটের প্রয়োজন ছিল ৫৪৪ রান। রবিবার সেই লক্ষ্যে পৌঁছে গেলেন তিনি। গড় ৬৮.০০। চার টেস্টে এখনও পর্যন্ত করেছেন দুটি সেঞ্চুরি এবং তিনটি হাফসেঞ্চুরি। আর এই মাইলফলক ছুঁয়ে তিনি পিছনে ফেলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে। ৬০ টি টেস্টে নেতৃত্ব দেওয়া ধোনির রান ৩৪৫৪ রান। পাঁচটি সেঞ্চুরি ও ২৪ টি অর্ধশতরান রয়েছে প্রাক্তন অধিনায়কের ঝুলিতে। এই তালিকায় ভারতীয় হিসেবে তৃতীয় স্থানে রয়েছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। টেস্টে তাঁর রান ৩৪৪৯ রান।
এই রেকর্ডের পাশাপাশি দেশের ছয় নম্বর ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫০০ রানও করে ফেললেন বিরাট। যে তালিকার শীর্ষে শচীন তেণ্ডুলকর। ভারতীয় টেস্ট ক্যাপ্টেন হিসেবে বিদেশের মাটিতে সর্বোচ্চ রান প্রাপকের পাশেও লেখা সেই বিরাটের নামই। এতদিন যে জায়গায় ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
তবে ব্যক্তিগত সাফল্যের থেকে দলকে নিয়েই বেশি ভাবছেন ক্যাপ্টেন কোহলি। সিরিজ হাতছাড়া হলেও ওভাল টেস্ট জিতে সম্মানের সঙ্গেই দেশে ফিরতে চান তিনি। সাংবাদিক সম্মেলনে বলেন, “প্রত্যেকেই নিজেদের সেরাটা দিতে চায়। এমন নয় যে আমরা এসে খেলাটাকে উপভোগ করছি না। তাই শেষ টেস্টেও গা-ছাড়া হয়ে খেলার কোনও প্রশ্নই উঠছে না। তবে চাপের পরিস্থিতি আমরা এখনও ভালভাবে সামলাতে পারছি না। সেটা নিয়ে আলোচনা করতে হবে।” এদিকে, সিরিজ পরেটে পুরেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.