Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

১৪৬ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার! প্রোটিয়াদের বিরুদ্ধে জোড়া রেকর্ড বিরাটের

বাইশ গজে লড়াইয়ের আর এক নাম বিরাট কোহলি।

Virat Kohli achieves a new high in World cricket after 146 years and overtakes VVS Laxman against South Africa। Sangbad Pratidin

বাকিরা ব্যর্থ হলেও বাইশ গজে লড়াই করেন বিরাট কোহলি। ছবি: এক্স হ্যান্ডেল।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 29, 2023 4:00 pm
  • Updated:December 30, 2023 12:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে লজ্জাজনক হার। বক্সিং ডে টেস্টে এক ইনিংস ও ৩২ রানে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া (Team India)। রোহিত শর্মার (Rohit Sharma) দল ব্যাটিং ব্যর্থতার জেরে লজ্জার হার ‘উপহার’ দিলেও, বাইশ গজের যুদ্ধে একমাত্র উজ্জ্বল বিরাট কোহলি (Virat Kohli)। সেঞ্চুরিয়ান টেস্টের দুই ইনিংসে ৩৮ ও ৭৬ রানের সুবাদে দুটি নজির গড়লেন বিরাট।

প্রথম রেকর্ড, টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে চার নম্বরে জায়গা করে নিলেন কিং কোহলি। ১১২টি টেস্টে ৮৭৯০ রান। সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ২৪৫। সঙ্গে ২৯টি শতরান ও ৩০টি অর্ধ শতরান। ফলে তিনি পিছিয়ে দিলেন ভিভিএস লক্ষণকে (VVS Laxman)। ফলে তাঁর আগে রয়েছেন শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar), রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।

Advertisement

[আরও পড়ুন: ‘কেএল রাহুল, বিরাট ছাড়া বাকিদের অবস্থা খুব খারাপ!’ শুভমান, শ্রেয়সদের বিঁধলেন শচীন]

লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে রয়েছেন মাস্টার ব্লাস্টার। ২০০টি টেস্টে শচীনের রান ১৫৯২১। সর্বোচ্চ বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ২৪৮। সঙ্গে রয়েছে ৫১টি শতরান ও ৬৮টি অর্ধ শতরান। দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল। ১৬৩টি টেস্টে তাঁর রান ১৩২৬৫। সর্বোচ্চ পাকিস্তানের ২৭০। সঙ্গে রয়েছে ৩৬টি শতরান ও ৬৩টি অর্ধ শতরান। তিন নম্বরে রয়েছেন লিটল মাস্টার। ১২৫টি টেস্টে সিনিয়র গাভাসকরের রান ১০১২২। সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ২৩৬। সঙ্গে রয়েছে ৩৪টি শতরান ও ৪৫টি অর্ধ শতরান।

এছাড়া কাগিসো রাবডা, মার্কো জ্যানসেন, নান্দ্রে বার্গারদের সামলে আরও একটি বিশেষ নজির গড়লেন বিরাট। ১৪৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে কিং কোহলি প্রথম ব্যাটার, যিনি সাতটি ক্যালেন্ডার বছরে ২০০০-এর বেশি রান করলেন। ১৮৭৭ সালের সরকারিভাবে শুরু হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট। তখন শুধু টেস্ট ক্রিকেটই খেলা হত। তবে কালের নিয়মে টেস্টের সঙ্গে জুড়ে গিয়েছে ৫০ ও ২০ ওভারের ফরম্যাট। এখনও পর্যন্ত বিরাট একমাত্র ব্যাটার যিনি সাত বার ২০০০ রানের বেশি করলেন।

২০১২ সালে ২১৮৬, ২০১৪ সালে ২২৮৬, ২০১৬ সালে ২৫৯৫, ২০১৭ সালে ২৮১৮, ২০১৮ সালে ২৭৩৫, ২০১৯ সালে ২৪৫৫ রান করেছিলেন বিরাট। আর এবার ২০২৩ সালে সব ফরম্যাট মিলিয়ে তাঁর ব্যাট থেকে এল ২০০৬ রান।

[আরও পড়ুন: বছরের শেষে দেশের সবচেয়ে বড় ডোপিং বিতর্ক! ব্যর্থ হয়ে নির্বাসিত ২৫জন অ্যাথলিট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement