Advertisement
Advertisement

Breaking News

জানেন যুবি-হেজেলের বিয়েতে কী করলেন বিরুষ্কা?

সেই ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

Virat-Anushka went together at Yuvraj Singh-Hazel Keech wedding in Goa
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 3, 2016 5:12 pm
  • Updated:June 17, 2022 7:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবরাজ-হেজেলের গ্র্যান্ড ওয়েডিং-এ শুক্রবারের গোয়া হয়ে উঠেছিল আরও মোহময়ী৷ ৩০ নভেম্বর চণ্ডীগড়ের গুরুদ্বারে পাঞ্জাবি মতে বিয়ের পর গোয়ায় ফের সাত পাকে বাঁধা পড়েন এই তারকা৷ আর সেই গ্র্যান্ড বিবাহবাসরে রীতিমতো চাঁদের হাট বসেছিল৷ তবে এত অতিথিদের মধ্যেও ক্যামেরার লেন্স তাক করেছিল একটি জুটির দিকেই৷ ঠিক ধরেছেন৷ বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাই ছিলেন বিয়ে বাড়ির মূল আকর্ষণ৷

virat-anushka

Advertisement

কালো রঙের স্যুটে এক্কেবারে দেশি গার্ল সাজে ভারতীয় ক্রিকেটের যুবরাজের বিয়েতে পৌঁছে ছিলেন বলি ডিভা অনুষ্কা৷ সঙ্গী ভারত অধিনায়ক বিরাট৷ বিরুষ্কা জুটির নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে৷ সম্প্রতি কানাঘুষো এমনটাই শোনা যাচ্ছিল৷ কিন্তু বুধবার চণ্ডীগড় এবং শুক্রবার গোয়ায় যুবি-হেজেলের বিয়েতে তাঁদের একসঙ্গে আগমন সেই গুজবে জল ঢেলে দিল৷

বিয়ের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার গোয়ায় বন্ধুদের জন্য একটি পার্টির আয়োজনও করেছিলেন যুবি৷ সেখানেও একসঙ্গে হাজির ছিল বহুচর্চিত এই ‘হট’ জোড়ি৷ পার্টিতে কখনও বলিউডি গানে কোমর দোলালেন অনুষ্কা, তো আবার কখনও গ্যাংনাম স্টাইলে নাচলেন ভারতীয় দলের দুই সতীর্থ বিরাট ও যুবরাজ৷ ৮ তারিখ মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নামবে টিম ইন্ডিয়া৷ আর ৭ তারিখ দিল্লিতে যুবির বিয়ের প্রীতিভোজ৷ তবে কি সেখানেও গার্লফ্রেন্ড অনুষ্কার পাশে দেখা যাবে ক্যাপ্টেন কোহলিকে? জল্পনা তুঙ্গে৷

যে যুবরাজ বাইশ গজে বোলারদের ত্রাস হয়ে ওঠেন, ছ’টি বলে হাঁকান ছ’টি ছক্কা, সেই পাঞ্জাব দা পুত্তরকে শুক্রবার দেখা গেল এক্কেবারে রোম্যান্টিক মুডে৷ বিয়ের পর অতিথিদের সামনে প্রথমবার বেটার হাফের কোমর জড়িয়ে রোম্যান্টিক মেজাজে নাচলেন যুবি৷ সেই ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ যতই হোক, প্রেমিক যুবরাজকে তো আর সবসময় ক্যামেরার সামনে দেখা যায় না৷

1st dance ❤️️❤️️

A video posted by Aneesh Gautam (@aneeshyuvi) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement