ভিনেশ ফোগাট।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ পর্যন্ত ভিনেশ ফোগাট (Vinesh Phogat) কি রুপো ফেরত পাবেন? ১৬ আগস্ট জানা যাবে এই রায়। মঙ্গলবার ক্রীড়া আদালতের রায় জানানোর কথা ছিল। কিন্তু সেই রায় বিলম্বিত হয়। একাধিকবার রায় পিছিয়ে যাওয়ায় কিন্তু একদিকে সুবিধাই হল ভিনেশ ফোগাটের, একথা বলছেন তাঁর আইনজীবী বিধুষপত সিংঘানিয়া।
একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ”আমরা সবাই বিশ্বাস করি ভিনেশ পদক পাবে। সিএএস-এর অ্যাড হক প্যানেল একাধিকবার রায়দান পিছিয়ে দেওয়ায় একদিকে সুবিধা হচ্ছে ভিনেশেরই। এতেই বোঝা যাচ্ছে বিনেশের বিষয়টাকে ওরা যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে। বিচারক যদি আরও সময় নেন, তাহলে আমাদেরই মঙ্গল।”
অলিম্পিকে (Paris Olympics 2024) মহিলাদের পঞ্চাশ কেজি বিভাগের কুস্তিতে রীতিমতো ঝড় তুলে ফাইনালে উঠে গিয়েছিলেন ‘দঙ্গল গার্ল’। জাপানের ইউয়ি সুসাকিকে পর্যন্ত দাঁড়াতে দেননি ভিনেশ। গোটা দেশজুড়ে উৎসব শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সেই উৎসব নিমেষে বিষাদে পরিণত হয়। ফাইনালের দিন ওজন পরীক্ষায় পাশ করতে পারেননি ভিনেশ। দেখা যায়, তাঁর ওজন পঞ্চাশ কেজির চেয়ে একশো গ্রাম বেশি।
পরিণতি হিসেবে, ফাইনালে নামার অধিকার হারান ভিনেশ। ডিসকোয়ালিফায়েড হয়ে যান। তাঁর রুপোর পদকও কেড়ে নেওয়া হয়!
সেই কারণেই ক্রীড়া আদালতের দ্বারস্থ হন ভিনেশ ফোগাট। তাঁর আইনজীবী বলছেন, ”অতীতে সিএএস-এ বহু মামলা লড়েছি। সাফল্যের হার খুবই কম সিএএস-এ। এই বিষয়ে যুগান্তকারী রায়ের অপেক্ষায় রয়েছি আমরা। কিছুটা কঠিন হলেও আসা রাখি বড় কিছু হবে। ভিনেশের জন্য সবাই প্রার্থনা করুন। সবাই আশা রাখুন ভিনেশ যেন পদক পায়। না পেলেও ওই কিন্তু চ্যাম্পিয়ন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.