Advertisement
Advertisement
Wrestler Protest

বিতর্ক বাড়ছে, প্রধানমন্ত্রী মোদিকে খোলা চিঠি লিখে খেলরত্ন-অর্জুন পুরস্কার ফেরালেন ভিনেশ

প্রতিবাদে মুখর ভিনেশ ফোগাট।

Vinesh Phogat leaves Arjuna, Khel Ratna Awards on Kartavya Path pavement, stopped before PMO in New Delhi। Sangbad Pratidin

চোখে জল। রাস্তায় বসে রয়েছেন ভিনেশ ফোগাট। ছবি: এক্স হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 30, 2023 7:06 pm
  • Updated:December 31, 2023 1:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বজরং পুনিয়া (Bajrang Punia), বীরেন্দর সিং (Virender Singh) ফিরিয়েছেন পদ্মশ্রী পুরস্কার (Padma Shri)। এবার সেই পথেই ভিনেশ ফোগাট ( Vinesh Phogat)। দেশের তারকা কুস্তিগিরও এবার প্রতিবাদ জানানোর ভাষা হিসেবে কেন্দ্রের সম্মান ফেরানোর পথই বেছে নিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি লিখে খেলরত্ন (Khel Ratna)-অর্জুন পুরস্কার (Arjuna Award) ফেরালেন তারকা কুস্তিগির। গত মঙ্গলবার, ২৭ ডিসেম্বর এক্স হ্যান্ডেলে ভিনেশ জানিয়েছিলেন যে, তিনি খেল রত্ন ও অর্জুন পুরস্কার ফেরাবেন। মোদিকে দিয়েছেন খোলা চিঠিও। এবার দিল্লির কর্তব্য পথে সেই কাজটাই করলেন ভিনেশ।

ধিকি ধিকি করে জ্বলছিল আগুন। মাঝে তা প্রশমিত হয়েছিল বটে। কিন্তু ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিজনেস পার্টনার সঞ্জয় সিং সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India) প্রধান হতেই প্রতিবাদের আগুন আবার জ্বলে ওঠে। সঞ্জয় সিং সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান হওয়ার পর বড় সড় ঘোষণা করেছিলেন বজরং পুনিয়া। জানিয়েছিলেন, পদ্মশ্রী পুরস্কার তিনি ফিরিয়ে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে।

Advertisement

[আরও পড়ুন: এশিয়ান কাপের দল ঘোষিত, প্রীতমের কামব্যাক, স্টিমাচের দলে মাত্র দুজন বঙ্গসন্তান]

Vinesh Phogat
তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে অর্জুন পুরস্কার নিয়েছিলেন ভিনেশ। নিজস্ব চিত্র

পুরস্কার ফিরিয়ে দেওয়ার জন্য বজরং প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে রওনা হন। কিন্তু মোদির বাসভবনের কাছাকাছি পৌঁছনোর পরে তাঁকে বাধা দেয় দিল্লি পুলিশ। প্রতিবাদ স্বরূপ মোদির বাসভবনের কাছের ফুটপাথে পদ্মশ্রী পুরস্কার রেখে চলে আসেন বজরং পুনিয়া। ভিনেশও সেই কাজটাই করলেন।

এবার বজরংদের রাস্তাতেই হাঁটলেন ভিনেশ। প্রধানমন্ত্রীকে আবেগঘন এক খোলা চিঠি পাঠিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, শুধুমাত্র সরকারি বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্যই কি মহিলা কুস্তিগিরদের ব্যবহার করা হবে? খোলাখুলি জানিয়েছিলেন, সম্মান-মর্যাদা নিয়েই বাঁচতে চান তিনি। সেই কারণেই সরকারের দেওয়া খেলরত্ন-অর্জুন সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজধানীর রাজপথে ভিনেশ-বজরংদের নিগ্রহ করেছিল দিল্লি পুলিশ। সেই ছবি ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায়। গোটা দেশ স্তম্ভিত হয়ে গিয়েছিল। ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা ছিলেন প্রতিবাদের মুখ। কিন্তু যে কারণে তাঁরা প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেছিলেন, তার সুরাহা হয়নি দেখার পরে আর স্থির থাকতে পারেননি। সরকারের কাছ থেকে পাওয়া একের পর এক সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তারকা কুস্তিগিররা। বজরং-বীরেন্দ্রর পরে খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ভিনেশও।

[আরও পড়ুন: কটাক্ষ হজম করা ‘প্রিন্স’ শুভমানের পাশে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক, কী বললেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement