সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গিয়েছে টেলিভিশনের সবচেয়ে বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’। ঘরের মধ্যে ঢুকে পড়েছেন জুটি ও একক প্রতিযোগীরা৷ শুরু হয়ে গিয়েছে লড়াই৷ বরাবরের মতো প্রথম দিন থেকেই এবারও চর্চার শিরোনামে রয়েছে ‘বিগ বস’-এর চলতি সিজন৷ শুরু হয়ে গিয়েছে, লড়াই-ঝগড়া, প্ল্যানিং-প্লটিং৷ ইতিমধ্যেই দর্শকদের দৃষ্টি কেড়ে নিয়েছেন অনেক প্রতিযোগী৷ তাঁদের মধ্যে কাউকে পছন্দ করছেন দর্শকরা, আবার কাউকে করছেন না৷ তবে সমস্ত প্রতিযোগীদের অনেকটাই পিছনে ফেলে চর্চায় উঠে এসেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন পেসার এস শ্রীসন্থ৷ ‘বিগ বস ১২’-এর ঘরে সেলিব্রিটি প্রতিযোগী হিসাবে ঢুকেছেন শ্রীসন্থ৷ তাঁর ‘বদ মেজাজ’, কথায় কথায় রেগে যাওয়া, ঘর ছাড়ার হুমকি একপ্রকার বিতর্কের তুঙ্গে রয়েছে৷ তবে সম্প্রতি, ভারতীয় মহিলা ক্রিকেট দলকে টেনে এমন একটি মন্তব্য করেছেন এই প্রাক্তন ভারতীয় পেসার, যা ছাপিয়ে গিয়েছে সমস্ত বিতর্কের মাত্রাকে৷ সোশ্যাল মিডিয়ায় তাঁকে পড়তে হল ‘বিগ বস ১১’ প্রতিযোগী বিকাশ গুপ্তার রোষের মুখে৷
[পুজোয় সবচেয়ে বেশি কোন বিষয়টা মিস করেন ইন্দ্রাণী-ইমন-অপরাজিতা?]
‘বিগ বস’ পছন্দ করেন অথচ টেলিভিশন প্রযোজক বিকাশ গুপ্তাকে চেনেন না এমন দর্শক পাওয়া মুশকিল৷ এই রিয়্যালিটি শো-কে অন্যমাত্রায় নিয়ে গিয়েছিলেন তিনি৷ উন্নত রণকৌশল, প্রতিপক্ষের মনকে পড়ার ক্ষমতায় বিকাশ গুপ্তা বুঝিয়ে দিয়েছিলেন সত্যিই তিনি ‘মাস্টারমাইন্ড’৷ তাঁর সঙ্গে ‘বিগ বস ১১’-এর বিজয়ী শিল্পা সিন্ডের ঝগড়া ‘টক অফ দি টাউন’ হয়ে উঠেছিল৷ কয়েকদিন আগেই ‘বিগ বস ১২’-এর ঘরে প্রবেশ করেছিলেন বিকাশ গুপ্তা৷ চলতি সিজনের প্রতিযোগীদের আয়নার সামনে বসিয়ে প্রত্যেকের দোষ-গুণ বলেছিলেন তিনি৷ তেমনই শ্রীসন্থকেও সাবধান করেন বিকাশ৷ তবে কথাতেই রয়েছে ‘স্বভাব যায় না মলে৷’ বদল হয়নি শ্রীসন্থের স্বভাবের৷ একই রকমের রয়ে গিয়েছেন তিনি৷
[প্রকাশ্যে ঝাঁসির রানির লড়াইয়ের কথা, মুক্তি পেল টিজার]
এবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভারতীয় মহিলা ক্রিকেট দল সম্পর্কে অালটপকা মন্তব্য করে বসলেন প্রাক্তন এই ভারতীয় পেসার৷ পুরুষদের সঙ্গে তুলনা টানলেন মহিলাদের৷ ব্যস! সোজাসুজি সোশ্যাল মিডিয়ায় বিকাশ গুপ্তার রোষের মুখে পড়তে হল শ্রীসন্থকে৷ টুইটারে বিকাশ লিখলেন, ”ভারতীয় মহিলা ক্রিকেট দলকে শ্রীসন্থ যেভাবে ছোট করেছে তা খুবই দুর্ভাগ্যজনক৷ ‘বিগ বস’-এর এগারোটি সিজনের মধ্যে পাঁচটি জিতেছে মহিলারাই৷ ফলে মহিলাদের কোনওভাবেই কমজোর মনে করা উচিত নয়৷” কেবল ক্ষোভই উগড়ে দেননি বিকাশ গুপ্তা, পাশাপাশি তাঁর টুইটে ট্যাগ করেছেন ‘বিগ বস ১১’ বিজেতা শিল্পা সিন্ডে ও রানার্স আপ হিনা খানকেও৷ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিকাশের এই টুইট৷ কেউ সমালোচনা করেন শ্রীসন্থের, আবার কেউ পাশে দাঁড়ান এই প্রাক্তন ভারতীয় পেসারের৷
Very Dissapointed with @sreesanth36 for underestimating Women in the Indian cricket team and the big boss house. Make him watch @eyehinakhan doing the tasks he wouldn’t take women lightly ever 🤪 5 out of 11 seasons have been won by women including ours @ShindeShilpaS #BigBoss12 pic.twitter.com/MNMjQHgylY
— Vikas Gupta (@lostboy54) September 30, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.