Advertisement
Advertisement
vicky kaushal durand cup

ডার্বির টানে কলকাতায় ভিকি কৌশল, যুবভারতীর মঞ্চ মাতাতে প্রস্তুত অভিনেতা

উপস্থিত থাকবেন অরিজিৎ সিংও।

Vicky Kaushal and Arijit Singh part of Durand Cup anthem| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 12, 2023 1:02 pm
  • Updated:August 12, 2023 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথায় কালো টুপি। পরনে ধূসর রঙের হুডিস। শনিবার সকাল সকালই কলকাতায় পা রাখলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। না কোনও ছবির শুটিং বা প্রচারে নয়। বরং ভিকি অংশ নেবেন ডুরান্ড কাপে মোহনবাগান বনাম  ইস্টবেঙ্গলের ফুটবল যুদ্ধে। এরই মধ্যেই প্রকাশ্যে এসেছে ডুরান্ড কাপের থিম সং ‘ভিড়ে’। যেটি গেয়েছেন অরিজিং সিং এবং ভিভিয়ান ফার্নান্ডেজ। ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে গানটি।

২০২৩ সালে ডুরান্ড কাপের থিম সং ‘ভিড়ে’ গেয়েছেন অরিজিৎ। তাঁর সঙ্গে এই গানে গলা মিলিয়েছিলেন ভিভিয়ান ফার্নান্ডেজ, যিনি র‍্যাপার ডিভাইন নামে পরিচিত। ২৪ দলকে নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের থিম সং হিন্দি ভাষার। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। ফুটবল ঘিরে দেশব্যাপী উন্মাদনার মেজাজটাকেই তুলে ধরা হয়েছে এই থিম সং-এ।

Advertisement

[আরও পড়ুন: লজ্জার বোঝা কাঁধ থেকে ঝেড়ে ফেলে সত্যের নগ্নতা দেখাল অক্ষয়-পঙ্কজের ‘OMG 2’]

ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিংয়ের স্বপ্নের প্রকল্প অদিতি ইনস্টিটিউট অব স্পোর্টসের ২২জন খুদে প্রতিভাও উপস্থিত ছিল। তাই ডুরান্ড কাপের থিম সং গাওয়া অরিজিৎ যদি শেষ পর্যন্ত মেগা ডার্বির মঞ্চে উপস্থিত থাকেন, তাহলে সেটা হবে এই মেগা ম্যাচের উত্তেজনা যে আরও বাড়বে সেটা আর নতুন ভাবে বলার অপেক্ষা রাখে না। এর আগে ২০২৩ সালের আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছিল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গান গেয়েছিলেন অরিজিৎ। সেই অনুষ্ঠানের শেষে মহেন্দ্র সিং ধোনিকে প্রণাম করার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল। এবারের ডার্বি যুদ্ধে অরিজিৎ ও ভিকি কৌশলকে ঘিরে কি তেমন কোনও আবেগী মুহূর্ত তৈরি হবে? সেটার জন্য আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করতেই হবে।

[আরও পড়ুন: স্বপ্নপূরণ সুস্মিতার, পেলেন বিশেষ সম্মান, কেন নিজের হাতে নিতে পারলেন না?]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement