Advertisement
Advertisement

ষষ্ঠবার বিশ্বসেরার পুরস্কার জিতলেন থান্ডার বোল্ট

এর আগে ২০০৮, ২০০৯, ২০১১, ২০১২ ও ২০১৩ সালে বাকিদের পিছনে ফেলে এই পুরস্কার ঘরে তুলেছিলেন বোল্ট৷

Usain Bolt won IAAF male Athlete of year
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 3, 2016 6:13 pm
  • Updated:December 3, 2016 6:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দৌড়লে পিছিয়ে পড়ে গোটা দুনিয়া৷ তাঁর বিদ্যুতের গতি একের পর এক রেকর্ড ভাঙতে থাকে৷ আর সেই সৌজন্য দু-একবার নয়৷ ষষ্ঠবার বিশ্বের সেরা অ্যাথলিটের পুরস্কার হাতে তুললেন উসেইন বোল্ট৷

একদিকে যেমন নিজের শোকেসে ব্যালন ডি’অর-এর সংখ্যা বাড়িয়েই চলেছেন লিও মেসি, তেমনই বোল্টের ঘরে বাড়ছে আইএএএফ ট্রফি৷ লন্ডন ও রিও ওলিম্পিকে সোনা জয়ের হ্যাটট্রিক করেছিলেন তিনি৷ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তাঁর রেকর্ড এখনও অক্ষুণ্ন৷ সেই কারণেই ফের আইএএএফ পুরস্কার জিতে নিলেন জামাইকাল স্প্রিন্টার৷ আগামী বছর থেকে ট্র্যাকে আর দেখা যাবে না থান্ডার বোল্ডকে৷ তবে সেসব নিয়ে এখনই কিছু ভাবতে নারাজ তিনি৷ প্রতিটি মুহূর্ত আনন্দে কাটাতেই ভালবাসেন৷ পুরস্কার জেতার পর বললেন, “দীর্ঘদিনের কঠিন পরিশ্রমের ফল এই পুরস্কার৷ আমি যখন স্টেডিয়ামে যাই তখন থেকে প্রতিটা মুহূর্ত অনুভব করি৷ প্রতিযোগিতা আমার বরাবরই প্রিয়৷ বিশ্বের সেরার বিরুদ্ধে আমি লড়তে চাই৷”

Advertisement

এর আগে ২০০৮, ২০০৯, ২০১১, ২০১২ ও ২০১৩ সালে বাকিদের পিছনে ফেলে এই পুরস্কার ঘরে তুলেছিলেন বোল্ট৷ এই বিষয়ে ট্র্যাকের মতো ট্র্যাকের বাইরেও নজির গড়েছেন তিনি৷ তাঁর আগে অন্য কোনও অ্যাথলিট টানা তিনবার এই পুরস্কার জেতেননি৷ তাই ষষ্ঠবার বিশ্বসেরা হওয়ায় উচ্ছ্বসিত তিনি৷ এদিকে, ইথিওপিয়ান আলমাজ আয়ানা জিতে নিয়েছেন বিশ্বের সেরা মহিলা অ্যাথলিটের পুরস্কার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement