Advertisement
Advertisement

Breaking News

মহিলাদের উন্মুক্ত বক্ষদেশ দেখার জন্য পদক দিয়ে দিলেন বোল্ট!

বোল্টের পার্টিতে ফিরে আরও একবার জীবন্ত হয়ে উঠল ওলিম্পিকের স্মৃতি৷

Usain Bolt gives Olympic Gold Medals to girls in the hotel for flashing their breasts
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 30, 2016 8:39 pm
  • Updated:August 30, 2016 8:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি কিংবদন্তি৷ তিনি বিশ্বের দ্রুততম ব্যক্তি৷ তাঁর মতো আর কেউ নেই৷ ওলিম্পিকে সোনা জয়ের হ্যাটট্রিকের হ্যাটট্রিক করে সে কথা প্রমাণ করে দিয়েছেন তিনি৷ ট্র্যাকে তাঁকে টেক্কা দেওয়ার মতো কেউ নেই৷ আর ট্র্যাকের বাইরে? বন্ধ ঘরের ওপারে? সেখানেও হয়তো সবাইকে হার মানালেন উসেইন বোল্ট৷

bolt1

Advertisement

হোটেলের চার দেওয়ালের গোপন দৃশ্যও এখন আর কোনওভাবেই গোপন থাকছে না৷ জামাইকান স্প্রিন্টারের সব ‘হরকত’ই এখন অবাক করছে বিশ্ববাসীকে৷ ওলিম্পিকের ট্র্যাককে বিদায় জানানোর সঙ্গে সঙ্গেই নতুন খেলায় মত্ত হয়ে উঠেছেন তিনি৷ শরীরী খেলা৷ এখন তাঁর সামনে পিছনে লাস্যময়ীদের ছড়াছড়ি৷ তাঁদের সঙ্গেই সোনা জয়ের আনন্দটা ভাগ করে নিচ্ছেন থান্ডার বোল্ট৷ এক ব্রিটিশ ট্যাবলয়েড-এর দাবি, গত সাত দিনে তিনি নাকি ২০জন মহিলার সঙ্গে সময় কাটিয়ে ফেলেছেন৷ তাদের মধ্যে অনেকেই আবার অচেনা৷ তাতে কী! পার্টি তো বানতি হ্যায়৷ সকালে ঘুম৷ আর রাতভর পার্টি৷

bolt

লন্ডনে এবারের পার্টির বিষয়বস্তু ছিল এক্কেবারে ‘হটকে’৷ বোল্টের পার্টিতে ফিরে আরও একবার জীবন্ত হয়ে উঠল ওলিম্পিকের স্মৃতি৷ কীভাবে? সেখানে প্রতিটি মহিলার পারফরম্যান্সের জন্য ছিল পুরস্কার৷ মহিলারা নিজেদের নগ্ন বক্ষদেশ তুলে ধরছেন বোল্টের সামনে৷ আর বোল্ট খুশি হয়ে তাঁদের একটি করে সোনার পদক দিচ্ছেন৷ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি৷ তিনি হাসি মুখে সবাইকে জানিয়ে দেন, “এখানে কেউ হারবে না৷ সবার জন্য রয়েছে সোনার পদক৷” এভাবেই কয়েকজন বন্ধু ও ৮জন মডেলের সঙ্গে পার্টি করলেন জামাইকান তারকা৷ যাঁদের মধ্যে জনপ্রিয় ব্রিটিশ মডেল এরিকা কারভালহোকেও দেখা গিয়েছে৷ পার্টি শেষে তৃপ্তির হাসি ছিল তাঁদের প্রত্যেকের মুখে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement