সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩১ বছরে সুইট সিক্সটিন!
ফাইনালে পৌঁছনোর পর থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। আর চূড়ান্ত লড়াইয়ের কোর্টে কোনও অঘটন না ঘটিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করলেন রাফায়েল নাদাল। জিতে নিলেন কেরিয়ারের ১৬তম গ্র্যান্ড স্লাম খেতাব।
Congratulations to @RafaelNadal on winning @usopen. Incredible athlete for all of us to keep getting inspired from. #VamosRafa
— Rohan Bopanna (@rohanbopanna) September 11, 2017
সেরেনা, ভেনাসের মহিলা টেনিসের দুনিয়ায় নয়া নক্ষত্রের সাক্ষী হয়েছেন টেনিসপ্রেমীরা। প্রথমবার যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়েছেন স্লোয়ান স্টিফেন্স। কিন্তু পুরুষ বিভাগে অটুট থাকল নাদাল-রাজ। টেনিস দুনিয়ার সেরা স্প্যানিশ তারকা রাফাই। তৃতীয়বার ইউএস ওপেন জয়ের পর এমন কথাই বলছে টেনিসমহল। ভুল তো কিছু বলেনি। কিংবদন্তি রজার ফেডেরারের ১৯টি গ্র্যান্ড স্লামের মাইলস্টোন ছোঁয়ার দিকে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছেন নাদাল। রবিবার বিশ্বের ৩২ নম্বর কেভিন আন্ডারসনকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন তিনি। একপেশে খেলায় ৬-৩, ৬-৩, ৬-৪ ব্যবধানে জয় হাসিল করলেন ক্লে-কোর্ট সম্রাট। ম্যাচ জয়ের পর বলছেন, “কোর্টে নেমে খুব বেশি ভাবিনি। নিজের মতো করেই এগোচ্ছিলাম। শেষমেশ জয় এল। আর এটাকে কেরিয়ারের সেরা ম্যাচগুলির মধ্যে রাখব।” ফ্রেড এক্সপ্রেসকে ছুঁতে পারবেন? এমন প্রশ্নের উত্তরে রাফা বলছেন, “এখন আমার ঝুলিতে ১৬টা গ্র্যান্ড স্লাম। তিনটে কম মানে পার্থক্য অনেকখানি। এসব নিয়ে সত্যিই বিশেষ মাথা ঘামাতে চাই না। তবে নিজেকে আর রজারকে দুর্দান্ত একটা মরশুমের জন্য অভিনন্দন জানাতে চাই।”
To step on Arthur Ashe with @RafaelNadal for my first Slam final was an honour. I look forward to sharing the court with you again soon 😊 pic.twitter.com/lojLczEeil
— Kevin Anderson (@KAndersonATP) September 11, 2017
মহেশ ভূপতি থেকে রোহন বোপন্না, নাদালকে সোশ্যাল সাইটে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। চলতি বছর পঞ্চম খেতাব ঘরে তুললেন তিনি। সেই সঙ্গে কেরিয়ারের ৭৪তম ট্রফি জিতে নিলেন। নাদাল বলছেন, “গ্র্যান্ড স্লামের জন্য অন্য খেতাবগুলিকে খাটো করা যায় না। তাই এই জয়ে আত্মতুষ্টিতে ভুগতে চাই না। সামনে অনেকগুলি টুর্নামেন্ট বাকি। আর ভাল পারফর্ম করেই মরশুমটা শেষ করতে চাই।”
Rog and Rafa sweeping the majors, two of the greatest ambassadors of our sport, surely the GOAT discussions must be put on hold for now :)?🐐
— Mahesh Bhupathi (@Maheshbhupathi) September 11, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.