Advertisement
Advertisement
Unmukt

সাত পাকে বাঁধা পড়লেন ক্রিকেটার উন্মুক্ত চাঁদ, পাত্রী কে জানেন?

নববধূর সঙ্গে রোম্যান্টিক মুহূর্তের ছবি নিজেই টুইট করলেন সোশ্যাল মিডিয়ায়।

Unmukt Chand ties the knot, shares photos on twitter | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 22, 2021 9:18 pm
  • Updated:December 10, 2021 12:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের (U-19) প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক (World Cup Winer Captain) উন্মুক্ত চাঁদ (Unmukt Chand)। সম্প্রতি ২২ গজে নিজের কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন উন্মুক্ত। তবে কিছুটা আগেভাগেই ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। যদিও ফ্রাঞ্চাইজি লিগ খেলতে আমেরিকায় (America) পারিও দিয়েছিলেন।

রবিবার ব্যক্তিগত জীবনের নতুন ইনিংস শুরু করলেন উন্মুক্ত চাঁদ। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। বিয়ে ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করেন উন্মুক্ত। কিন্তু কাকে বিয়ে করলেন ক্রিকেটার উন্মুক্ত চাঁদ?

Advertisement

Unmukt Chand ties the knot, shares photos on twitter

[আরও পড়ুন: একেই বলে জাবরা ফ্যান! বিয়ে থামিয়ে এসসি ইস্টবেঙ্গলের খেলা দেখলেন বর]

উন্মুক্ত যে সাত পাকে বাধা পড়তে চলেছেন, ক্রিকেট মহলে কান পাতলেই শোনা যাচ্ছিল সে কথা। শেষ পর্যন্ত শুভকাজটা সেরেই ফেললেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটারের স্ত্রীর নাম সিমরন খোসলা (Simran Khosla)। সিমরন পেশায় একজন ফিটনেস ট্রেনার।

রবিবার নিজেদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন উন্মুক্ত নিজেই। নবদম্পতির একান্ত ছবি নজর কেড়েছে নেটিজেনদেরও। বিয়ের পোশাকে আলাদা ফটোশুটও করেন উন্মুক্ত-সিমরন। রোমান্টিক মুহূর্তের ছবি টুইটারে (Twitter) আপলোড করেন। যুগলের বেশ কয়েকটি ছবির সঙ্গে ক্যাপশানে লেখেন, “আজকের দিনে, চিরকাল একসঙ্গে থাকার সপৎ নিলাম।”

Unmukt Chand ties the knot, shares photos on twitter

[আরও পড়ুন: এই নাহলে ক্যাপ্টেন! ইডেনে সতীর্থর খেলাকে স্যালুট জানালেন রোহিত, দেখুন ভিডিও]

২০১২ সালে উন্মুক্ত চাঁদের নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। অধিনায়কত্বের পাশাপাশি অনবদ্য ব্য়াটিং-এও নজর কেড়েছিলেন উন্মুক্ত।ফাইনালে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ভারতীয় ক্রিকেটে একটা সময় বিরাট কোহলির পর সবথেকে প্রতিভাবান ক্রিকেটার বলে মনে করা হত উন্মুক্ত চাঁদকে। দিল্লির হয়ে দীর্ঘ দিন ঘরোয়া ক্রিকেটও খেলেছেন উন্মুক্ত। কিন্তু পরবর্তীকালের খারাপ পারফরমেন্সের জেরে ভারতীয় দলে আর সুযোগ পাননি। আইপিএল-এও নিজের নামের সঙ্গে সুবিচার করতে পারেননি উন্মুক্ত। তবে এবারের বিগ ব্যাশ লিগেও দেখা যাবে তাঁকে। তার আগে নতুন বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিভাবান ক্রিকেটারের সতীর্থরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement