Advertisement
Advertisement

আমেরিকাকে হারিয়ে কোপার ‘থার্ড বয়’ কলম্বিয়া

১৯৯৫-এর কোপায় এই কলম্বিয়ার বিরুদ্ধেই তৃতীয় স্থানের লড়াইয়ে নেমেছিল আমেরিকা৷ সেবারও পরাস্ত হয়েছিল আমেরিকাই৷ রবিবার ছিল বদলার লড়াই৷ কিন্তু বদলা নেওয়া হল না৷ একাধিক গোলের সুযোগ পেয়েও হাতছাড়া করলেন ক্লিন্সম্যানের ছেলেরা৷

United States 0-1 Colombia: Bacca secures third place at Copa America
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 26, 2016 2:50 pm
  • Updated:June 26, 2016 3:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিলির কাছে হারের পর ফাইনালে ওঠার স্বপ্নটা পূরণ হয়নি কলম্বিয়ার৷ তাই তৃতীয় স্থান দখলের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন হামেজ রডরিগেজরা৷ অবশেষে এল সাফল্য৷ আমেরিকাকে ১-০ গোলে হারিয়ে ‘থার্ড বয়’ হিসেবে শতবর্ষের কোপা শেষ করল কলম্বিয়া৷

১৯৯৫-এর কোপায় এই কলম্বিয়ার বিরুদ্ধেই তৃতীয় স্থানের লড়াইয়ে নেমেছিল আমেরিকা৷ সেবারও পরাস্ত হয়েছিল আমেরিকাই৷ রবিবার ছিল বদলার লড়াই৷ কিন্তু বদলা নেওয়া হল না৷ একাধিক গোলের সুযোগ পেয়েও হাতছাড়া করলেন ক্লিন্সম্যানের ছেলেরা৷

Advertisement

২০০১ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর এটাই সবচেয়ে বড় সাফল্য পেল কলম্বিয়া৷ ৩১ মিনিটে অধিনায়ক রডরিগেজের থ্রু থেকে কার্লোস বাক্কার একমাত্র গোলে জয় নিশ্চিত করে পেকারম্যানের দল৷ দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে কলম্বিয়ার এরিয়াস ও আমেরিকার ওরোসকো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন৷ যদিও ততক্ষণে ম্যাচ পকেটে পুরে ফেলেছে কলম্বিয়া৷ তৃতীয় স্থান দখলের লড়াই শেষ৷ ভারতীয় সময় সোমবার ভোরে শতবর্ষের কোপার ফাইনালে নামবে আর্জেন্টিনা ও চিলি৷ প্রতিশোধের ম্যাচে কে শেষ হাসি হাসে, এখন সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement