Advertisement
Advertisement

Breaking News

আইএসএল-এ আত্মপ্রকাশ করল নতুন দু’টি দল

বেঙ্গালুরু থেকে জেএসডব্লুউ গ্রুপ এবং জামশেদপুর থেকে টাটা গোষ্ঠী বিড জিতেছে।

Two new teams to make debut in ISL 2017
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 13, 2017 8:08 am
  • Updated:June 13, 2017 8:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী হবে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগানের ভবিষ্যৎ? আই লিগ বা আইএসএল-এর ভবিষ্যৎ কী? দিনকয়েক আগের প্রস্তাবিত লিগের কাঠামো কী মেনে নেবে আইএমজিআর? এখনও অজানা এই প্রশ্নগুলি। কিন্তু এই অনিশ্চয়তার মধ্যেই আইএসএল-এর জন্য নতুন দু’টি দলের নাম সোমবার ঘোষণা হয়ে গেল। একটি জামশেদপুর থেকে টাটা স্টিল লিমিটেড, অপরটি বেঙ্গালুরু থেকে জে এস ডব্লু গ্রুপ। এদিন ফেডারেশন সচিব কুশল দাসের উপস্থিতিতে মুম্বইয়ে বিড পেপার খোলা হয়। তারপরেই এই দু’দলের নাম ঘোষণা করা হয়। ফলে আগামী মরশুম থেকেই আইএসএলে খেলবে দশটি দল।


এই প্রসঙ্গে ফেডারেশন সচিবের মত, ভারতের দু’টি বড় কর্পোরেট সংস্থার আইএসএলে যোগ দেওয়ার অর্থ গোটা দেশে ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে। ভারতীয় ফুটবলে টাটা গোষ্ঠীর ভূমিকা নিয়ে নতুন করে কিছু বলার নেই। দশকের পর দশক ধরে দেশের ফুটবলে নিজেদের অ্যাকাডেমি থেকে ফুটবলার সাপ্লাই করছে তারা। এবারই প্রথম ক্লাব ফুটবলে সরাসরি এল টাটা গোষ্ঠী। এই প্রসঙ্গে টাটা ফুটবল অ্যাকাডেমির চেয়ারম্যান সুনীল ভাস্করণ বলেন, ‘টাটা স্টিলের জন্য এই খবরটা সত্যিই খুব ভাল। দেশের খেলাধুলোর উন্নতিতে টাটা স্টিল বরাবরই পথীকৃত। আইএসএলে আমাদের যোগদান দেশের ফুটবলের প্রতি আমাদের দায়বদ্ধতা প্রমাণ করে। আইএসএলে বিড জিতে সত্যিই আমরা উত্তেজিত। নিজেদের ঘরের মাঠে আইএসএল খেলার সুযোগ পেয়ে ফুটবলের জন্য সেরা সুবিধা দেওয়ার চেষ্টা করব।’

[সেনার বৈঠকে চলল পর্ন ভিডিও, নির্দেশ তদন্তের]

এদিকে, আইএসএলে যোগ দেওয়া আরেক দল জে এস ডব্লু বেঙ্গালুরু এফসির সিইও পার্থ জিন্দাল বলেন, ‘একটি লম্বা লিগ ভারতীয় ফুটবলের জন্য ঠিক রাস্তা।’ নতুন দু’টি দল চলে আসায় আগামী আইএসএলে ম্যাচের সংখ্যাও বাড়ছে। এর আগে গত ২৫ মে বিড জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। আহমেদাবাদ, কটক, দুর্গাপুর, হায়দরাবাদ, কলকাতা, রাঁচি, শিলিগুড়ি এবং তিরুবনন্তপুরম থেকেও বিড জমা পড়েছিল। ইস্ট-মোহন বিড পেপার তুললেও সেটি জমা করেনি। শেষপর্যন্ত অবশ্য শিঁকে ছিড়ল বেঙ্গালুরু এবং জামশেদপুর থেকে টাটা গোষ্ঠীর। এখন দেখার আগামী দিনে আইএসএল-আইলিগের রূপরেখা কীভাবে তৈরি হয়? শোনা যাচ্ছে ফেডারেশনের চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তাব মানতে চাইছে না আইএমজিআর। সেক্ষেত্রে কী পদক্ষেপ করা হবে, সেদিকেও তাকিয়ে রয়েছে ভারতের ফুটবল মহল।

[এবার গুজরাটেও তৈরি হবে ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement