Advertisement
Advertisement

অবসরের সিদ্ধান্ত জানানোর পরই আবেগময় টুইট নেহরাকে ঘিরে

দেখে নিন তাঁর ভক্তরা কে কী বলেছেন।

Twitter turns emotional as Ashish Nehra bids adieu to international cricket
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 12, 2017 10:29 am
  • Updated:October 12, 2017 10:43 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারই জানিয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দিল্লিতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। অর্থাৎ ১ নভেম্বর দেশের জার্সিতে শেষবার দেখা যাবে আশিস নেহরাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ৩৮-এর নেহরাকে দেখে অনেকে অবাক হয়েছিলেন। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টি-টোয়েন্টিতে দলে জায়গা পাননি তিনি। প্রশ্ন উঠতে শুরু করে তাহলে নেহরাকে ঘটা করে ফেরানোর দরকার কী ছিল? বোর্ড সূত্রের খবর, এরপর দিল্লির বাঁ-হাতি পেসার এবার তাই নিজেই সিদ্ধান্ত নিলেন। কোটলাতেই শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলে অবসর নেবেন তিনি। বুমরাহ-ভুবনেশ্বরদের মতো জুনিয়রদের সুযোগ দিতেই নাকি তাঁর এই সিদ্ধান্ত। কিন্তু নেহরার এই সিদ্ধান্তের কথা জানানোর পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁর জন্য একের পর এক আবেগময় টুইট ভেসে আসতে থাকে।

বেগার খেটেই কালীপুজোয় ‘রাজঋণ’ শোধ করে মেটে সম্প্রদায়

১৯৯৯ সালে মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে আন্তর্জাতিক আঙিনায় অভিষেক হয়েছিল নেহরার। এরপর ১৭টি টেস্ট, ১২০টি ওয়ানডে ম্যাচ এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে দেশের জার্সি গায়ে চাপিয়েছেন তিনি। টেস্টে ৪৪টি উইকেট নেওয়ার পাশাপাশি বাকি দু’টি ফরম্যাটে নেহরার উইকেট সংখ্যা যথাক্রমে ১৫৭ ও ৩৪। বোর্ডের এক কর্তা তাঁর অবসরের এই সিদ্ধান্ত নিয়ে বলেছেন, তাঁরাও জানেন যে ১ নভেম্বরের পর নেহরা আর খেলতে চান না। তিনি কোটলায় ঘরের মাঠে অবসর ম্যাচ খেলতে চান। তাই ওই ম্যাচে বেশ কিছু চমক থাকবে বলেই জানিয়েছেন ওই বোর্ড কর্তা। এদিকে, বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলন করে অবসরের কথা জানালেন নেহরা। পাশাপাশি নিজের সিদ্ধান্তের কথা যে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদকে জানিয়েছেন, সেকথাও বলেন।

Advertisement

OMG! দ্বিতীয় টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েও রেকর্ড গড়লেন কোহলি

নেহরার অবসর ঘোষণার পরই একের পর এক টুইটারে তাঁর ভক্তদের একের পর এক টুইট আসতে থাকে। কেউ লেখেন, ‘একটি যুগের অবসান ঘটল।’ কেউ লেখেন, ‘এই বয়সে কেউ যদি জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে পারে তাহলে তিনি কেবল আশিস নেহরা।’ আরেকজন ভক্ত লেখেন, ‘নেহরা এমন একজন কিংবদন্তি বোলার যাঁর বল করার আগেই ব্যাটসম্যানের ব্যাট তাঁকে স্যালুট জানায়।’ কেউ আবার লেখেন, ‘আপনাকে আমরা সবাই মিস করব নেহরাজি।’ এই টুইটগুলিই প্রমাণ করল, যতই বয়স হোক, যতই তাঁর প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হোক, এখনও নিজের ভক্তদের কাছে সমান জনপ্রিয়ই রয়েছেন আশিস নেহরা।

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement