Advertisement
Advertisement

স্ত্রীর সঙ্গে শেহবাগের এই ছবি ঘিরেই উত্তাল সোশ্যাল মিডিয়া

দেখে নিন সেই ছবি।

Twitter divided on Virender Sehwag’s tweet on husband-wife relationship

ফাইল চিত্র।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 29, 2017 10:56 am
  • Updated:July 29, 2017 10:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজে যেভাবে ব্যাট করতেন, ক্রিকেট ব্যাট তুলে রাখার পরও একই রকম রয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহবাগ। আগে যেমন সবাই অপেক্ষা করত কখন ক্রিজে আসবেন বীরু, এখন সবাই অপেক্ষা করে থাকে ফের কী টুইট করবেন নজফগড়ের নবাব। কারণ সোশ্যাল নেটওয়ার্ক সাইট টুইটারে বীরুর জনপ্রিয়তা সমসাময়িক তারকাদের তুলনায় অনেক বেশি। কখনও দেশের জওয়ানদের সমর্থনে কখনও বা বিদেশি কোনও সাংবাদিককে মুখের ওপর জবাব দিতেও তাঁর জুড়ি মেলা ভার। সম্প্রতি মহিলাদের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে ভারতের হারের পরও একইভাবে জবাব দিয়েছিলেন ইংরেজ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে। তবে এর মধ্যেই ফের খবরের শিরোনামে শেহবাগ। তাঁর একটি টুইটই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

[‘কাশ্মীরে তেরঙ্গা ধরার জন্য কেউ থাকবে না’]

শুক্রবার সকালে স্ত্রী আরতির সঙ্গে একটি ছবি টুইট করেন শেহবাগ। সঙ্গে লেখেন, স্বামী একটি পরিবারের মাথা। আর স্ত্রী হল সেই ঘাড় যার নির্দেশেই মাথা এদিক-ওদির ঘোরে। স্ত্রী’কে ভালবাসলে তাঁর সঙ্গে সেলফিও তুলতে হয়। এরপরেই শেহবাগের এই টুইট নিয়ে মজা করতে শুরু করেন অনেকে। কেউ লেখেন, ‘তুমি আমাদের ঢিনচ্যাক পূজার কথা মনে করিয়ে দিলে।’ আরেকজন লেখেন, ‘ছবিটা বাজে এসেছে, আপনাকে নতুন ফোন কিনতে হবে।’ অপর এক ব্যক্তি লেখেন, ‘স্বামী যদি বাড়ির প্রধানমন্ত্রী হয়, তাহলে স্ত্রী রাষ্ট্রপতি।’

Advertisement

 

[ওয়ানডে’র পর এবার টেস্টে মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভাঙলেন কোহলি]

এদিকে, ভারতীয় দলের কোচ না হলেও নতুন দায়িত্ব পেয়েছেন বীরু। প্রাক্তন ভারতীয় ওপেনারকে রাজীব গান্ধী খেলরত্ন এবং অর্জুন পুরস্কারের ১২ সদস্যের কমিটিতে রাখা হয়েছে। শেহবাগ ছাড়াও এই কমিটিতে রয়েছেন আরেক ক্রীড়াবিদ অলিম্পিয়ান পি টি ঊষা। এছাড়া জাতীয় কোচের দায়িত্বের পাশাপাশি ধ্যানচাঁদ এবং দ্রোনাচার্য পুরস্কার কমিটির চেয়ারম্যান করা হয়েছে পুল্লেলা গোপীচাঁদকে।

[‘দাবা খেলা ‘হারাম’! নেটদুনিয়ায় ফের হেনস্তার শিকার কাইফ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement