সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের বাইরে হোক বা ভিতরে বিশ্বকাপের শুরু থেকে কোনওকিছুই যেন ভাল যাচ্ছে না লিও মেসির জন্য। মাঠে জঘন্য পারফরম্যান্স, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দোরগোড়ায় দল, তো মাঠের বাইরে সমর্থকদের সমালোচনা। ছাড় পাচ্ছেনা মেসির পরিবারও। এলএম টেনের পাশাপাশি, তাঁর স্ত্রী অ্যান্তোনেলাকেও ছাড় দিচ্ছেন না নেটিজেনরা। ক্রোয়েশিয়া ম্যাচের দিন মেসিকে তাতাতে ইনস্টাগ্রামে তিন মাসের ছেলের একটি ছবি পোস্ট করেছিলেন অ্যান্তেনেলা। ক্যাপশনে লিখেছিলেন, ‘ভামোস পাপি’, যার বাংলা তরজমা করলে দাঁড়ায় ‘বাবা তুমি এগিয়ে যাও’। ক্রোয়েশিয়া ম্যাচ হারার পর অ্যান্তোনেলার এই পোস্টের উপর ঝাঁপিয়ে পড়েন ক্ষুব্ধ সমর্থকদের একাংশ। রীতিমতো ‘ট্রোল’ করা হয় মেসির স্ত্রীকে।
অনেকে বলছেন, লিও মেসি মানেই প্রত্যাশা, লিও মেসি মানে হাজারো আর্জেন্টাইনের স্বপ্নের ফেরিওয়ালা, সেই মেসি যখন ব্যর্থ হন তখন তাঁর সমালোচনা হবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু এহেন সমালোচনার মধ্যে নিজেকে ঠিক রাখবেন কী করে মেসি? বিশেষ করে শেষ ম্যাচ জিতলে যখন পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে তখন মেসির মন সংযোগ থাকা আরও প্রয়োজন। তাই এই অবস্থায় সমালোচনা না করে হয়তো মহাতারকার পাশে দাঁড়ালেই ভাল করতেন আর্জেন্টিনার সমর্থকরা, যেটা করলেন খোদ ফুটবল রাজপুত্র মারাদোনা।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হারের পর ফুটবল রাজপুত্র বললেন, ‘মেসিকে সবকিছু একাই করতে হচ্ছে। আমার পাশে বুরুচাগারা ছিল।’ খেলা মানে খারাপ সময় সবারই যায়, মেসি প্রসঙ্গে সেকথাই মনে করালেন মারাদোনা। বললেন, ‘খারাপ সময় আমারও গিয়েছে, কিন্তু আমার খারাপ সময়ে বুরুচাগারা ম্যাচ বের করে দিয়েছে, মেসির ক্ষেত্রে সেটা হয় না’। এই প্রথম নয়, বিশ্বকাপ শুরুর আগে থেকেই বারবার মেসির পাশে দাঁড়িয়েছেন মারাদোনা। খারাপ পারফরম্যান্স আর বিতর্কের মধ্য হয়তো ‘অভিভাবক’ মারাদোনায় মেসির সবচেয়ে বড় প্রাপ্তি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.