Advertisement
Advertisement

চার বছরে চতুর্থ কোচ ব্রাজিলের

কোরিন্থিয়ান্স প্রেসিডেন্ট রবার্তো আন্দ্রেদে বললেন, “টিটে আর আমাদের কোচ নন৷ বুধবার বিকেলেই শেষ প্র্যাকটিস সেশন ছিল ওঁর৷ পরের ম্যাচ থেকে উনি নেই৷” 

tite became the new coach of Brazil
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 17, 2016 6:36 pm
  • Updated:June 17, 2016 6:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছরে চার কোচ৷ মেনেজেস, স্কোলারি, দুঙ্গার পর এবার টিটে৷
ঘুরেফিরে সেই যখন টিটের নামই উঠল, তখন কোরি‌ন্থিয়ান্সের অনেকেই হাসছেন৷ কারণ, চার বছর আগেই ব্রাজিল কোচ হওয়ার ব্যাপারে নাম উঠেছিল টিটের৷ তখন স্কোলারির মতো হেভিওয়েট নাম উঠে আসায় তাঁকে ভুলে গিয়েছিল ব্রাজিল ফুটবল সংস্থা সিবিএফ৷
একদিন আগেও যা ছিল স্রেফ কড়া আন্দাজ, বৃহস্পতিবার সকালে সেটা নিশ্চিত হয়ে গেল৷ সিবিএফ সরকারি ভাষণ দেয়নি৷ কিন্তু, কোরিন্থিয়ান্স প্রেসিডেন্ট রবার্তো আন্দ্রেদে বললেন, “টিটে আর আমাদের কোচ নন৷ বুধবার বিকেলেই শেষ প্র্যাকটিস সেশন ছিল ওঁর৷ পরের ম্যাচ থেকে উনি নেই৷” এর অর্থ সিবিএফের তরফে ইতিমধ্যেই তাদের বলা হয়েছে, অন্য কাউকে খুঁজে নিতে৷ দু’বছর আগেও স্কোলারির চাকরি যখন যায়, তখনও আরেকবার টিটের নাম আলোচনায় এসেছিল৷ কিন্তু, দুঙ্গা হেভিওয়েট বলে তিনি আসেন৷ এবার আর তাই কোনও ঝুঁকি নেননি সিবিএফ কর্তারা৷
প্রশ্ন, ব্রাজিল ফুটবলের হাল কতটা ফেরাতে পারবেন টিটে? সহজ উত্তর, কোরিন্থিয়ান্সে যিনি রোনাল্ডো বা রবার্তো কার্লোসের মতো ফুটবলারকে সামলেছেন, তাঁর পক্ষে নেমারদের সামলানো কঠিন না হওয়ারই কথা৷ তাঁর কোচিং স্টাইল দেখলে ধরেই নেওয়া যায়, ব্রাজিল তাঁর অধীনে আক্রমণাত্মক ফুটবলই খেলবে৷ সামনেই ওলিম্পিক৷ এবং বিশ্বকাপের বাছাই-পর্ব৷ প্রবল কঠিন পরীক্ষা সামনে৷ টিটে অবশ্য এর জন্য অপেক্ষা করছিলেন৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement