সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য হাতছাড়া হয়েছে কাপ। তবে হেরে গিয়েও গোটা দেশেরই মন জিতে নিয়েছেন হরমনপ্রীত কৌর-স্মৃতি মন্দানারা। ম্যাচ শেষে দলের খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। ম্যাচের পর পরিষ্কার করে দেন সেকথা। পাশাপাশি আইপিএলের মতোই দেশে মহিলা ক্রিকেটের জন্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর পক্ষেও সওয়াল করেন তিনি।
ম্যাচ শেষে মিতালি বলেন, ‘সবাই চাপে পড়ে গিয়েছিল। আর সেকারণেই আমরা হেরেছি। এই হারে মেয়েরা যথেষ্ট কষ্ট পেয়েছে কারণ তাঁরা জেতার জন্য নিজেদের নিংড়ে দিয়েছিল। এটাই স্বাভাবিক। মেয়েরা নিজেদের চেষ্টাতেই এই জায়গাটি তৈরি করেছে। তাঁদের এই সাফল্য মহিলা ক্রিকেটের জন্য নতুন দরজা খুলে দিয়েছে। ওঁদের নিজেদের জন্যও গর্ব হওয়া উচিত।’ এর সঙ্গেই যোগ করেন, ‘অধিনায়ক হিসেবে আমি নিজে এই দলের জন্য গর্বিত। এই দলের প্রতিটি পরিবর্তন আমি নিজের চোখেই দেখেছি। বিশ্বের যেকোনও দলকে আগামীদিনে এই দল চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত, এদের প্রত্যেকের মধ্যে সেই আত্মবিশ্বাস রয়েছে। আমরা শুরুটা ভালই করেছিলাম। যদিও মেয়েরা তাঁদের সেরাটা দেওয়া সত্ত্বেও শেষটা ভাল হল না।’
এরপরই মহিলাদের টি-টোয়েন্টি টুর্নামেন্টের পক্ষে সওয়াল করেন মিতালি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত উইমেনস বিগ ব্যাশ লিগে চলতি বছরে খেলেছেন স্মৃতি মন্দানা ও হরমনপ্রীত কৌর। সেই অভিজ্ঞতা যে এই দুই ক্রিকেটারের খেলাকে আরও উন্নত করতে সাহায্য করেছে সেকথাই জানান ভারত অধিনায়ক। বললেন, ‘বিগ ব্যাশ থেকে স্মৃতি এবং হরমনপ্রীত প্রচুর অভিজ্ঞতা পেয়েছে। নিজেদের খেলায় ওরা সেটাকে দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে। আমার মনে হয় এই ধরনের লিগে আরও মেয়েদের অংশগ্রহণ করা উচিত। এতে তাঁদের অভিজ্ঞতাও বাড়বে। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে বলব, মহিলাদের আইপিএল শুরু করার এটাই সঠিক সময়। সব জায়গাতেই এখন মহিলা ক্রিকেটও আলোচনার বিষয়বস্তু। আর গত বিশ্বকাপের তুলনায় এই বিশ্বকাপে সাফল্যের হারও বেশি।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.