Advertisement
Advertisement

অমানবিক আবহাওয়াতেই শুরু হচ্ছে ফেডারেশন কাপ

এক নজরে দেখে নিন আসন্ন ফেড কাপের পূর্ণাঙ্গ সূচি৷

tight knit Federation Cup schedule may extract toll on players
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 2, 2017 12:10 pm
  • Updated:May 7, 2017 11:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আই লিগ শেষ হতে না হতেই বেজে গেল ফেডারেশন কাপের দামামা৷ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৭ থেকে ২১ মে কটকে অনুষ্ঠিত হবে চলতি মরশুমের ফেড কাপ৷ তবে দেশের সেরা নক আউট টুর্নামেন্টের মেয়াদ কমতে পারে তিনদিন৷ ১৭ মে এএফসি কাপের ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি৷ এই দুই দলের কেউই যদি ফাইনালে উঠতে না পারে, সেক্ষেত্রে বারবাটি স্টেডিয়ামে ফাইনাল হবে ১৮ মে৷

[হারের হতাশা কাটাতে এভাবেই সময় কাটালেন বিরাট, ভাইরাল ছবি]

গত সপ্তাহেই ক্লাবগুলির কাছে ফেডারেশন কাপের খসড়া সূচি পাঠিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন৷ আই লিগের ক্রমতালিকা অনুযায়ী আটটি দলকে ভাগ করা হয়েছিল দু’টি গ্রুপে৷ গ্রুপ এ-তে ছিল ১, ৩, ৬, ৮ নম্বরে শেষ করা দল৷ বি গ্রুপে রাখা হয়েছিল ২, ৪, ৫, ৭-এ থাকা ক্লাবকে৷ সেই অনুযায়ী এদিন জানিয়ে দেওয়া হল ফেডারেশন কাপের পূর্ণাঙ্গ সূচি৷ যার গ্রুপ এ-তে আছে আইজল, ইস্টবেঙ্গল, চার্চিল ব্রাদার্স ও চেন্নাই সিটি এফসি৷ বি গ্রুপে থাকছে মোহনবাগান, বেঙ্গালুরু, শিলং লাজং এফসি ও শিবাজিয়ান্স৷ গ্রুপ এ-র খেলাগুলি হবে ৭, ৯ ও ১১ মে৷ প্রতিদিন দু’টি করে খেলা৷ প্রথম ম্যাচ বিকেল চারটেয়৷ দ্বিতীয়টি শুরু সন্ধ্যা সাতটা থেকে৷ তবে পর পর ম্যাচ পড়ায় ফুটবলারদের যে মানসিক চাপ বাড়বে, তা আন্দাজ করা যেতেই পারে৷ এবার এক নজরে দেখে নেওয়া যাক আসন্ন ফেড কাপের সূচি৷

Advertisement

[অত্যন্ত খোলামেলা পোশাক, অভিযোগে টুর্নামেন্ট থেকে বাদ কিশোরী]

গ্রুপ এ
৭ মে –  চার্চিল ব্রাদার্স বনাম ইস্টবেঙ্গল (বিকেল চারটে),  আইজল এফসি বনাম চেন্নাই সিটি এফসি (সন্ধে সাতটা)৷
৯ মে – চেন্নাই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল (বিকেট চারটে), আইজল এফসি বনাম চার্চিল ব্রাদার্স (সন্ধে সাতটা)৷
১১ মে – চেন্নাই সিটি এফসি বনাম চার্চিল ব্রাদার্স (বিকেল চারটে), আইজল এফসি বনাম ইস্টবেঙ্গল (সন্ধে সাতটা)৷

গ্রুপ বি
৮ মে – বেঙ্গালুরু এফসি বনাম শিলং লাজং এফসি (বিকেল চারটে), মোহনবাগান বনাম শিবাজিয়ান্স (সন্ধে সাতটা)৷
১০ মে – শিবাজিয়ান্স বনাম বেঙ্গালুরু এফসি (বিকেল চারটে), মোহনবাগান বনাম শিলং লাজং এফসি (সন্ধে সাতটা)৷
১২ মে – শিবাজিয়ান্স বনাম শিলং লাজং এফসি (বিকেল চারটে), মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (সন্ধে সাতটা)৷

দু’টি সেমিফাইনাল – ১৪ মে৷ ফাইনাল – ১৮/২১ মে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement