Advertisement
Advertisement
Mumbai Indians

মুম্বই ছাড়ছেন তিন মহাতারকা? মরশুম শেষ হতেই চিন্তায় ‘লাস্ট বয়’ হার্দিকের দল

সামনের বছর মহানিলামে সমস্যায় পড়তে পারে মুম্বই ইন্ডিয়ান্স।

Three Mumbai Indians stars could leave and enter the IPL auction

দুশ্চিন্তার মেঘ মুম্বই শিবিরে।

Published by: Arpan Das
  • Posted:May 18, 2024 7:02 pm
  • Updated:May 18, 2024 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাস্ট বয়’ হয়ে আইপিএলের (IPL 2024) অভিযান শেষ করেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ১৪ ম্যাচের মধ্যে জয় এসেছে মাত্র ৪টিতে। মাঠে হার্দিক পাণ্ডিয়াদের (Hardik Pandya) পারফরম্যান্সের থেকে বেশি চর্চায় এসেছে সাজঘরের সমস্যা। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বিভক্ত হয়ে গিয়েছে মুম্বই শিবির।

আপাতত পরের মরশুমের জন্য দল তৈরি করতে চাইবে হার্দিক পাণ্ডিয়ার দল। সামনের বছর মহানিলাম। প্রতিটি দল সেখানে মাত্র ৩-৪ জন প্লেয়ারকে ধরে রাখতে পারবে। অধিকাংশ ক্রিকেটারই উঠবেন নিলামের টেবিলে। সেখানে বড় সমস্যায় পড়তে পারে মুম্বই ইন্ডিয়ান্স। কারণ তাদের দলের প্রধান তিন স্তম্ভ দল ছাড়তে পারেন বলেই জানা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: কোহলির ‘কিং’ হওয়ার নেপথ্য নায়ক কে? মাহি-বিরাট মহারণের আগে বড় মন্তব্য গাভাসকরের]

রোহিত শর্মা (Rohit Sharma): হিটম্যানকে নিয়েই জল্পনা সবচেয়ে বেশি। মরশুমের শুরুতেই রোহিতকে সরিয়ে অধিনায়ক করা হয় হার্দিককে। মাঠে তার কোনও সুফল দেখা যায়নি। দুজনের সম্পর্ক তলানিতে বলেই খবর। ইডেনে নাইটদের বিরুদ্ধে ম্যাচের আগে তাঁকে বলতে শোনা যায়, “এটাই আমার শেষ বছর।” যদি রোহিত দল ছাড়েন, তাহলে ২০১১-র পর তিনি ফের নিলামের মঞ্চে দেখা যাবে তাঁকে।

জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah): এই মুহূর্তে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক। ২০১৩ সাল থেকে এই দলে আছেন বুমরাহ। কিন্তু রোহিতকে সরানোর পর তাঁকে ক্যাপ্টেন করার কথা ভাবেনি ম্যানেজমেন্ট। এই নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও হার্দিকের প্রত্যাবর্তনে অসন্তুষ্ট হয়েছিলেন। তাছাড়া এখন তাঁর স্যালারি ১২ কোটি। নিলামে উঠলে অনেক বেশি বেতন পাবেন ভারতের ফাস্ট বোলার।

[আরও পড়ুন: রাজস্থান ম্যাচের আগে কামাখ্যা মন্দিরে নাইটরা, বিহুর ছন্দে কোমর দোলালেন রিঙ্কু-শ্রেয়স]

সূর্যকুমার যাদব (Suryakumar Yadav): ২০২২-র নিলামে তাঁকে ফের কিনে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তিনিও ছিলেন অধিনায়ক হওয়ার দাবিদার। কিন্তু মুম্বইয়ের নেটে হার্দিক ব্যাট করতে এলে সূর্য-রোহিতরা বেরিয়ে যান। তাঁর মাইনে ৮ কোটি। বেশি বেতনের জন্য সূর্যও মহানিলামে উঠতে পারেন বলেই ধরা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement