Advertisement
Advertisement

এই কেকেআর’কে প্লে অফে দেখছেন দীপ দাশগুপ্ত

প্লে-অফে কেন গম্ভীরদের দেখছি, বোঝা গেল?

This KKR will surely play in play offs: Dip Dasgupta
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 18, 2017 4:05 am
  • Updated:July 11, 2018 10:58 am

চলতি আইপিএল নিয়ে ‘সংবাদ প্রতিদিন’-এ প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্তর বিশেষ কলাম৷

শিরোনাম দেখে অনেকে আশ্চর্য হতে পারেন৷ বলতে পারেন যে, আইপিএলের মতো লম্বা টুর্নামেন্টে এত তাড়াতাড়ি কী করে কথাটা বলছি৷ সবে তো পাঁচটা ম্যাচ খেলল টিমটা৷ জানি, আইপিএল লম্বা টুর্নামেন্ট৷ এটাও জানি যে, আরও কয়েকটা ম্যাচের পর আসল যুদ্ধ শুরু হবে৷ টিমগুলো ভয়ঙ্কর লড়াইয়ে নেমে পড়বে প্লে-অফে যাওয়ার জন্য৷ কিন্তু সব জেনেশুনেও কথাটা বলতে বাধ্য হচ্ছি৷ কারণ কেকেআর-এর ধারেকাছে কোনও টিমকে আমি দেখছি না!

Advertisement

গম্ভীররা পারফেক্ট ক্রিকেট খেলছে, তেমনটা বলব না৷ বিশেষ করে ফিল্ডিং তো বেশ খারাপই হচ্ছে৷ টিমের সবাই যে দারুণ খেলছে, তা-ও নয়৷ সোমবার যেমন সূর্যকুমার যাদব ওই বাজে শটটা না খেললে, ম্যাচ শেষ ওভার পর্যন্ত যেতই না৷ কিন্তু তার পরেও বলব, জেদ, খিদে, নির্মম মানসিকতা, এবং অবশ্যই মগজাস্ত্রে কেকেআর-এর আশেপাশে কেউ নেই৷ আন্দ্রে রাসেলের অভাব ঢেকে দেওয়া যেমন৷ খেয়াল করলে দেখবেন, এখন কিন্তু কেকেআর মোটেও শেষ তিন বা চার ওভারের জন্য রান ফেলে রাখে না৷ সাধারণত কোনও টিমের কুড়ি রানে তিন উইকেট বেরিয় গেলে, দশ বারের মধ্যে ন’বার তারা হারবে৷ কিন্তু কেকেআর’কে দেখলাম, মাথা ঠান্ডা রেখে ঠিক ম্যাচটা বার করে দিল৷ ইউসুফ আর মণীশ তো অসাধারণ৷ তিন উইকেট বেরিয়ে গিয়েছে, তিরিশটা রানও হয়নি৷ সেখান থেকে কি না ১১৬ রানের পার্টনারশিপ! মণীশ ভাল ব্যাটসম্যান৷ কিন্তু ইউসুফও যে এতটা ম্যাচিওর্ড ক্রিকেট খেলবে, ভাবতে পারিনি৷

[রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লিকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক নাইটদের]

আগে রাসেল থাকত যখন, স্লগে ম্যাচ নিয়ে যেত কেকেআর৷ তিন ওভারে পঁয়তাল্লিশ বা চার ওভারে ষাট–এ সব তো কোনও ব্যাপারই ছিল না রাসেলের কাছে৷ কিন্তু গম্ভীররা যখন দেখল, রাসেলকে পাওয়া যাবে না, খেলাটাকে স্রেফ উল্টে দিল৷ এখন কেকেআর টার্গেট করে পাওয়ার প্লে-কে৷ প্রথম ছ’ওভারকে৷ চেষ্টা করে, স্লগের রানটা পাওয়ার প্লে-তে তুলে দিতে৷ যে কারণে ওরা কোনও দিন সুনীল নারিনকে নামাচ্ছে৷ কোনও দিন গ্র্যান্ডহোমকে৷ এর জন্য পাঁচটা ম্যাচের চারটেয় তো লাভও হয়েছে৷ রান তাড়া করার সময় স্লগে কোনও খাটনিই থাকেনি৷

[চলতি আইপিএল-এ নিজের প্রধান লক্ষ্যের কথা জানালেন গম্ভীর]

সোমবার অবশ্য কেকেআরের কাজ সহজ করে দিয়েছিল দিল্লি৷ ভুলভাল ব্যাটিং অর্ডার সাজিয়ে৷ কোন যুক্তিতে ঋষভ পান্থের আগে করুণ নায়ার ব্যাট করতে যায়? পান্থ কি না নামছে, পাঁচ নম্বরে! ক্রিস মরিসের আগে কেন অ্যাঞ্জেলো ম্যাথেউজ, তা-ও বুঝলাম না৷ সবচেয়ে আশ্চর্য হলাম, শাহবাজ নাদিমকে বাদ দিয়ে দিল্লি নামল দেখে৷ যেখানে আগের ম্যাচেও বাঁ হাতি স্পিনার নাদিম দুর্ধর্ষ বল করেছে৷ আর কেকেআর একটা সময় পর্যন্ত পিছিয়ে থেকেও ম্যাচ নিয়ে চলে গেল স্রেফ নির্মম মানসিকতা দেখিয়ে৷ প্লে-অফে কেন গম্ভীরদের দেখছি, বোঝা গেল?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement