Advertisement
Advertisement

জানেন, বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?

টাকার অঙ্কটা শুনলে চোখ কপালে উঠবে।

This is how much Football World Cup winner will earn
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 12, 2018 6:57 pm
  • Updated:July 12, 2018 6:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাব ফুটবলে কোটি কোটি টাকা ট্রান্সফার ফি দেখে চোখ কপালে ওঠে অনেকেরই। রোনাল্ডো, মেসি, নেইমাররা যে অঙ্কের টাকা রোজগার করেন তাও হিংসা করার মতো। সে তুলনায় জাতীয় দলের জার্সি গায়ে খুব একটা বেশি রোজগার করেন না ফুটবলারার। ব্যতিক্রম বিশ্বকাপ। বিশ্বকাপে সুযোগ পেলেই যে বিপুল অঙ্কের টাকা ফেডারেশনগুলি পায় তা সত্যিই চমকে দেওয়ার মতো।

[২০ বছর পর পর নতুন চ্যাম্পিয়ন পায় বিশ্বকাপ, এবারেও কী তাই?]

গতবছর অক্টোবর মাসেই ফিফা জানিয়ে দিয়েছেল ২০১৮ বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। এই পুরস্কার মূল্য ভাগ করে দেওয়া হবে অংশগ্রহণকারী ৩২ টি দলের মধ্যে। গতবছর এই পুরস্কার মূল্য ছিল ৩৫৮ মিলিয়ন অর্থাৎ এবছরের থেকে প্রায় ৪২ মিলিয়ন মার্কিন ডলার কম ছিল আগের বিশ্বকাপের পুরস্কারমূল্য। যাই হোক লাখ টাকার প্রশ্ন হল এই যে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার ফিফা দিচ্ছে তা থেকে কোন দল কত টাকা পাচ্ছে?

Advertisement

[ফেরা নয়, ক্রোটদের হাত ধরে নতুন ঘর খোঁজা শুরু ফুটবলের]

ফিফার দেওয়া তথ্য অনুযায়ী মূল পর্বে সুযোগ পাওয়া সবকটি দলই শুধু খরচ-বাবদ ১.৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ১০ কোটি ২৮ লক্ষ টাকা পায়। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলি পাবে আরও ৮ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ৫৪ কোটি ৮৩ লক্ষ টাকা। দ্বিতীয় পর্ব অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে যে দলগুলি ছিটকে যাবে তারা পাবে ভারতীয় মুদ্রার প্রায় ৮২ কোটি ২৫ লক্ষ টাকা। যে দলগুলি কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাবে তারা পাবে ১৬ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১০৯ কোটি ৬৮ লক্ষ। বিশ্বকাপে চতুর্থ স্থানাধিকারী দল অর্থাৎ তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে যে দল হেরে যাবে তারা পাবে ২২ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৫০ কোটি টাকা। যে দল তৃতীয় স্থান অধিকার করবে তারা পাবে ভারতীয় মুদ্রায় প্রায় ১৬৪ কোটি টাকা। বিশ্বকাপে যে দল রানার্স আপ হবে অর্থাৎ ক্রোয়েশিয়া এবং ফ্রান্স ম্যাচের পরাজিত দল পাবে ২৮ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ১৯১ কোটি ৬০ লক্ষ টাকা প্রায়। বিশ্ব চ্যাম্পিয়নরা পাবেন ৩৮ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ২৬০ কোটি ৬২ লক্ষ টাকা। বুঝতেই পারছেন, যদি ক্রোয়েশিয়া চ্যাম্পিয়ন হয় ক্ষুদ্র দেশটির আর্থ-সামাজিক পরিবেশই পালটে যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement