Advertisement
Advertisement

জানেন, রোনাল্ডোর পরিবর্ত হিসেবে কাকে চাইছে রিয়াল মাদ্রিদ?

উঠে আসছে ৪-৫ জনের নাম।

These five players Real Madrid are looking for to replace Ronaldo
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2018 8:06 pm
  • Updated:July 22, 2018 8:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোনাল্ডোর জুভেন্তাস যোগের পর থেকেই রীতিমতো চিন্তায় রিয়াল মাদ্রিদ। প্রায় ৯ বছর ধরে রিয়ালকে একের পর এক ট্রফি জিতিয়েছেন সিআর সেভেন। তাছাড়া রোনাল্ডো থাকাকালীন গোলের জন্য কখনও ভাবতে হয়নি ম্যানেজারকে। কিন্তু সে অধ্যায় এখন অতীত। তাহলে, রিয়ালে রোনাল্ডোর বদলি কে হবেন, উঠে আসছে একাধিক নাম।

৫. মউরো ইকার্ডি: আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে তাঁর বাদ যাওয়া নিয়ে অনেক কথা হয়েছিল। হওয়াটাই স্বাভাবিক। এই মুহূর্তে ক্লাব ফুটবলে অন্যতম সেরা স্ট্রাইকার এই আর্জেন্টাইন তারকা। গত মরশুমে ইন্টার মিলানের হয়ে ৩৪ ম্যাচে ২৯ টি গোল করেছেন ইকার্ডি। রোনাল্ডো চলে যাওয়ার পর গোলের ঘাটতি পূরণ করার জন্য ইকার্ডিকে কিনতে পারে রিয়াল।

Advertisement

৪. হ্যারি কেন: বিশ্বকাপে সোনার বুট পেলেও তাঁর পারফরম্যান্স খুশি করতে পারেনি ফুটবলপ্রেমীদের। কিন্তু তাতে কী, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার দরুন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে নামী স্ট্রাইকার হ্যারি কেন। গত এক বছরে ইংলিশ প্রিমিয়ার লিগে মোট ৩৯টি গোল করেছেন কেন। কার্যত একার হাতেই টটেনহ্যামকে টানছেন ইংল্যান্ডের অধিনায়ক। গত মরশুম থেকেই তাঁর রিয়াল যোগের জল্পনা চলছে।

৩. কিলিয়ান এমবাপে:  বয়স মোটে ১৯। এরই মধ্যে বিশ্ববন্দিত তারকা হয়ে উঠেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। বিশ্বকাপের তরুণ উদীয়মাণ তারকার পুরস্কারও পেয়েছেন, ফ্রান্সের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর তিনি। শোনা যাচ্ছে ইতিমধ্যেই এমবাপেকে কেনার জন্য প্যারিস সাঁ জাঁকে প্রস্তাব পাঠিয়েছে রিয়াল। যদিও, পিএসজি তাঁর জন্য অন্তত ৩০০ মিলিয়ন ইউরো দাবি করছে।

২. নেইমার: ব্রাজিলের পোস্টার বয়। গত মরশুমে প্যারিস সাঁ জাঁ-র হয়ে ২০টি ম্যাচে ১৯টি গোল এবং ১৩টি অ্যাসিস্ট আছে নেইমারের নামের পাশে। তাছাড়া নেইমার রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের অত্যন্ত প্রিয়। এর আগে ২০১৪’ –তেও নেইমারকে কেনার চেষ্টা করেছিলেন তিনি। তবে, সেসময় বার্সার কাছে পরাস্ত হতে হয় রিয়ালকে। রোনাল্ডো বিদায়ের পর আবারও নেইমারকে কেনার জন্য ঝাপাচ্ছে রিয়াল। তবে, নেইমার নিজে জানিয়েছেন এখনই তিনি দলবদল করতে ইচ্ছুক নন।

১. ইডেন হ্যাজার্ড:  বিশ্বকাপের সবচেয়ে নজরকাড়া তারকা বেলজিয়াম অধিনায়ক। গত ছ’বছর ধরে চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স নজর কেড়েছে ফুটবলবিশ্বের। তাছাড়া বছর দু’য়েক আগে থেকেই তাঁকে কেনার চেষ্টা করছে রিয়াল। তবে, রোনাল্ডোর উপস্থিতির জন্যই রিয়ালে আসতে চাইছিলেন না বেলজিয়াম অধিনায়ক। এবারে রোনাল্ডোর বদলি হিসেবে তাঁকেই প্রাথমিক টার্গেট করেছে রিয়াল। কিন্তু রিয়ালকে রুখতে আসরে নেমেছে বার্সেলোনাও। বার্সাও হ্যাজার্ডকে দলে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে। হ্যাজার্ডকে ঘিরে রিয়াল-বার্সার এল ক্লাসিকোর মধ্যে অবশ্য চেলসি অনড়। তারা নিজেদের তারকাকে হাতছাড়া করতে একেবারেই রাজি নয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement