Advertisement
Advertisement

Breaking News

কাপ না জিতলে দাড়ি কাটবেন না মেসি!

যদি আর্জেণ্টিনা এবারও কোপা হাতছাড়া করে? যদি এবারও খালি হাতে ফিরতে হয় মেসিকে? তার পর কি হবে সেটা কিন্তু মেসির বন্ধুরাও জানেন না৷

The bearded wonder: Messi's facial hair stealing the show at Copa America
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 20, 2016 4:15 pm
  • Updated:June 20, 2016 4:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি নাকি কোপা জয়ের আগে আর রেজার চালাবেন না গালে৷ এমনটাই বলছেন মেসির ঘনিষ্ঠরা৷ আর্জেণ্টাইন তারকা নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ৷ একেবারে কোপা জয়ের পরই দাড়ি কাটবেন তিনি৷ আর যদি তা না হয়, তবে কি কাপ না জিতলে দাড়িই কাটবেন না মেসি৷

হঠাৎ এমন পরিকল্পনা কেন? তেমন কোনও ব্যাপার নেই৷ আসলে বেশ কয়েকদিন বিভিন্ন্ কাজে ব্যস্ত থাকার জন্য মেসি দাড়ি কাটার সময় পাননি৷ তার পর নিজে থেকেই ঠিক করে নেন, দাড়ি কাটবেন একেবারে কোপা জিতলে৷ কিন্তু যদি আর্জেণ্টিনা এবারও কোপা হাতছাড়া করে? যদি এবারও খালি হাতে ফিরতে হয় মেসিকে? তার পর কি হবে সেটা কিন্তু মেসির বন্ধুরাও জানেন না৷ এমনিতে জানা গিয়েছে, এবার কোপায় নাকি মেসি কেন দাড়ি রেখেছেন, এটাই সব থেকে আলোচিত বিষয়৷ ট্রিম করা যত্নে রাখা দাড়ি নয়৷ মেসির দাড়ি একেবারেই অযত্নে বড় হয়ে চলেছে৷ সেটা নিয়েও তাঁর ভক্তদের উদ্বেগের শেষ নেই৷ তবে যাই হোক, কোপায় সব থেকে হিট কিন্তু তাঁর এই দাড়ি রাখার ব্যাপারটি৷

তবে মেসির এই দাড়ি রাখার ব্যাপারটি নিয়ে সোশ্যাল সাইটগুলিতে নানারকম মজা করা হচ্ছে৷ কেউ বলছেন, একবারে ২০১৮ বিশ্বকাপ জিতে দাড়ি কাটবেন মেসি৷ আরও তিন বছর গালে দাড়ি বাড়ালে কেমন দেখতে হবে মেসিকে? তা নিয়েও একটি ছবি ঘুরপাক খাচ্ছে ফেসবুক, টুইটারে৷ তাতে দেখা যাচ্ছে, সাধুদের মতো দাড়ি হয়েছে আর্জেণ্টাইন তারকার৷ এর মধ্যে আবার রোনাল্ডোর সেলফি তোলা নিয়ে সমালোচনা শুরু হয়েছে৷ একে তো গোল নেই, তার পরও রোনাল্ডো এত ফুরফুরে থাকছেন কী করে? তাই নিয়েই সমালোচনা৷ তার মধ্যে মেসি ও রোনাল্ডো যতই আলাদা টুর্নামেণ্টে খেলুন, দু’জনকে নিয়ে তুলনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে৷ মেসি কিন্তু এবারও রোনাল্ডোর থেকে কয়েক কদম এগিয়ে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement