সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে বৃ্ষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে ১০৫ রানে জয় পেল ভারত। সেই সঙ্গে গড়ে ফেলল এক নয়া রেকর্ড। হারাল ‘ক্রিকেটের ব্রাজিল’ অস্ট্রেলিয়াকে। এক ইনিংসে সবচেয়ে বেশিবার ৩০০ রান বা তার বেশি করার রেকর্ড এখন বিরাটদের পকেটেই।
গত রবিবার কুইন্স পার্ক ওভালে বৃষ্টির কারণে ৫০ ওভার করে খেলা হয়নি। বদলে দু’দল ৪৩ ওভার করে ব্যাট করার সুযোগ পায়। কিন্তু প্রথমে ব্যাট করে অজিঙ্ক রাহানের দুরন্ত শতরান ও অধিনায়ক বিরাট কোহলির দুরন্ত ৮৭ রানের সৌজন্য স্কোরবোর্ডে ভারতের রান ওঠে পাঁচ উইকেটের বিনিময়ে ৩১০ রান। জবাবে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ছ’উইকেট হারিয়ে মাত্র ২০৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এই ম্যাচে স্কোরবোর্ডে তিনশ রান তুলেই নতুন এই রেকর্ডের মালিক হলেন বিরাটরা। এই নিয়ে এক ইনিংসে মোট ৯৬ বার ৩০০ রান করল টিম ইন্ডিয়া। তবে এর মধ্যে মাত্র ৭৫ বারই জয়লাভ করতে সফল হয়েছে ‘মেন ইন ব্লু’। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া মোট ৯৫ বার তিনশো রানের গণ্ডি অতিক্রম করেছে। তার মধ্যে জিতেছে ৮৪ বার। সেদিক থেকে দেখতে গেলে এই তালিকায় তিন নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার রেকর্ড সবচেয়ে ভাল।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের পর যুবরাজের ফর্ম নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের পর থেকেই যুবির ব্যাটে রান নেই। ৩০০ তম ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও, ফাইনাল এবং চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দু’টি ম্যাচেই রান পাননি তিনি। এদিনও মাত্র ১৪ রানে আউট হন তিনি। এরপরেই সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন মহলে যুবির প্রথম একাদশে থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই তাঁর জায়গায় ঋষভ পন্থকে খেলানোর কথাও বলেন। শুধু তাই নয়, এদিন যুবরাজের গায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি থাকায় কেউ কেউ মজা করে লেখেন, ‘যুবরাজ বোধহয় এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির রেশ কাটাতে পারেননি।’ কেউ লেখেন, ‘যুবরাজ হয়তো চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুক।’
Yuvraj Singh did not want West Indies to feel left out of the Champions Trophy #WIvInd pic.twitter.com/hQ9u3G2zJw
— Shubh AggarWall (@shubh_chintak) June 25, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.