Advertisement
Advertisement

লক্ষ্য হোয়াইটওয়াশ, ইডেনের চোখ ধোনির দিকে

হাজার হোক, শহরটার নাম যখন কলকাতা, তখন সেখানে ক্রিকেট নিয়ে উন্মাদনা থাকবে না, এমন কি হয়!

Team India eye clean sweep against England in Eden Gardens
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 21, 2017 4:41 pm
  • Updated:January 21, 2017 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতৃত্ব থেকে অবসর নিয়েছেন৷ কিন্তু টিম ইন্ডিয়ায় তাঁর ক্যাপ্টেন্সি প্রতি মুহূর্তে বিরাজমান৷ তা সে ডিআরএস-এর আবেদনই হোক কিংবা রুদ্ধশ্বাস ম্যাচের শেষ ওভারগুলিতে দলের ফিল্ডিং সাজানোর ক্ষেত্রেই হোক, নেতা বিরাটকে ছাপিয়ে গিয়েছিলেন পোড় খাওয়া ধোনি৷ রবিবার ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাযজ্ঞ৷ তার আগে শনিবারের ইডেনও ক্যাপ্টেন কুলের সেই একই ছবি দেখল৷

(বিসিসিআইয়ের প্রশাসকের তালিকায় এত নাম কেন, প্রশ্ন সুপ্রিম কোর্টের)

যে কোনও মাঠে উইকেট খতিয়ে দেখার অনুমতি সাধারণত দুই দলের কোচ এবং নেতারই থাকে৷ ইডেনেও তাই ছিল৷ কিন্তু এদিন সকালে ক্রিকেটের নন্দন কাননে উপস্থিত চিত্রগ্রাহকদের লেন্সে অন্য ছবি ধরা পড়ল৷ পিচ ভালভাবে পর্যবেক্ষণ করছেন মাহি৷ আসলে অপশনাল প্র্যাকটিসে মাঠমুখী হননি বিরাট৷ আশেপাশে ছিলেন না কোচ কুম্বলেও৷ তাই পিচ দেখার দায়িত্ব নিয়েছিলেন ধোনিই৷ পুরোটাই অবশ্য দলের স্বার্থে৷ কারণ মর্গ্যানবাহিনীকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই যে মাঠে নামবেন ধোনিরা৷

Advertisement

(সিএবির পর এবার ঐতিহাসিক ইডেনের সঙ্গে জুড়ছে সৌরভের নাম)

খবর যা তাতে উইকেটে ঘাস থাকবে না বলেই জানা যাচ্ছে৷ তবে একেবারে পাটা উইকেট হবে না বলেই সিএবির তরফে দাবি করা হয়েছে৷ সিরিজের শেষ ম্যাচে উইকেট থেকে ব্যাটসম্যানরা ভালরকম সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে৷ শিখর ধাওয়ানের আঙুলে চোট রয়েছে৷ ফলে ইডেনে তৃতীয় ম্যাচে তিনি অনিশ্চিত৷ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেট টিম তৈরি করাই এখন প্রধান লক্ষ্য ভারতীয় দলের৷ ফলে নিজের জায়গা পাকা করতে হলে এবার রাহুলকেও রানে ফিরতে হবে৷ এদিকে, ম্যাচের আগে ওপেনিংয়ে হঠাৎ করেই অজিঙ্ক রাহানের  নাম ভেসে আসছে৷ ভারতের বোলিং ইউনিট নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে৷ কটকে ৩৮১ রানের বিরাট ইনিংস খেলার পরও একটা সময় জয় নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছিল৷ সিরিজের শেষ ওয়ানডে-তে স্পিন অ্যাটাকে ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট৷ কেরিয়ারের সেরা ফর্মে থাকা রবিচন্দ্রন অশ্বিনের উপর আস্থা রয়েছে বিরাটের৷

(সেঞ্চুরি করে শচীনের কথায় লজ্জিত যুবরাজ)

কটকেই সিরিজ জিতে গিয়েছে ভারত৷ তারপরও এত উৎসাহ! হাজার হোক, শহরটার নাম যখন কলকাতা, তখন সেখানে ক্রিকেট নিয়ে উন্মাদনা থাকবে না, এমন কি হয়! ফলে ইডেন জুড়ে এখন শুধুই টিকিটের খোঁজ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement