সিরিয়া ৩ ভারত ০
(মহম্মদ আল সওয়াদ, দালেহো, পাবলো সাবাগ)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়ার বিরুদ্ধে বিশ্রী হার ভারতের। পর পর দুই ম্যাচে জয়ের ফলে চ্যাম্পিয়ন হল সিরিয়া। এদিন খেলা শুরুর সাত মিনিটেই সিরিয়ার হয়ে গোল করেন মহম্মদ আল সওয়াদ। এর পর ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান দালেহো। অতিরিক্ত সময়ে খেলার ফল ৩-০ করেন সাবাগ। প্রথম অর্ধে একেবারেই খেলতে পারেনি ভারত। রক্ষণ হোক বা মাঝমাঠ কিংবা আক্রমণ ভাগ, সব ক্ষেত্রে নীল জার্সির জঘন্য ফুটবল দেখে হতাশ হয় দর্শকরা।
Tough end for India in the #Intercontinentalcup as they fall to Syria and wrap up the campaign! 💔#INDSYR #IndianFootball ⚽️ pic.twitter.com/3qqAjZDl0N
— Indian Football Team (@IndianFootball) September 9, 2024
গতবারের চাম্পিয়ান ভারতকে ট্রফি ধরে রাখতে হলে এই ম্যাচে জিততেই হত। আগের ম্যাচে মরিশাসকে হারানোয় সিরিয়া একটু হলেও এগিয়ে ছিল। ভারত ড্র করেছিল মরিশাসের বিরুদ্ধে। এদিন ম্যাচ শুরুর আগে ভারতের কোচ মানোলো মার্কেজ সাফ জানান, ট্রফি জেতার থেকেও ভাল ফুটবলের দিকে নজর দিতে চান তিনি। তা হলে দীর্ঘমেয়াদি লাভ হবে দলেরই। যদিও ৯৬ মিনিটের (অতিরিক্ত ৬ মিনিট ধরে) খেলায় তাঁর হদিশ পাওয়া গেল সামান্য সময়ের জন্যই। ম্যাচের একেবারে শেষ দিকে। ভারতের বেশ কিছু চেষ্টা রুখে দেন সিরিয়ার তরুণ গোলকিপার। ৮৭ মিনিটে এডমুন্ডের শট বাঁচান সিরিয়ার গোলকিপার। সংযুক্ত সময়ে লিস্টন কোলাসোর একটি শট ক্রসবারে লাগে।
ম্যাচ সামারি কিন্তু মহেশ-সাহালদের হয়েই কথা বলবে। বল দখলের লড়াইয়ে সিরিয়ার (৪৮%) থেকে একটু হলেও এগিয়ে ছিল ভারত (৫২%)। গোল লক্ষ্য করে দুই দলই ৫টি করে শট নিয়েছে। এমনকী কর্নারে সিরিয়ার ২টির তুলনায় ভারত সুযোগ পায় ৭টি। কিন্তু কাজের কাজ হয়নি ছন্নছাড়া ফুটবলের জেরে। মাঝমাঠ এত খারাপ খেলছিল যে আক্রমণ ভাগে বল পৌঁছোচ্ছিল না। অন্যদিকে খেলার বয়স যখন ৭ মিনিট, তখনই গোল করে চাম্পিয়ান হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে প্রতিপক্ষ। ভারতের পেনাল্টি বক্সে জটলার মধ্যে বল পেয়ে গোল করে যান আল সওয়াদ। এর পর দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিট এবং ৯৬ মিনিটে একে একে ব্যবধান বাড়ান দালেহো এবং পাবলো সাবাগ। ফলে ভারতের ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের স্বপ্ন চুড়মাড় হয়ে যায়। এইসঙ্গে ভীষণ ভাবে চোখে পড়ল সুনীল ছেত্রির অভাব। ভারতের পরের প্রজন্ম কতটা তৈরি, তা নিয়েও প্রশ্ন উঠে গেল। এছাড়া নতুন কোচের কৌশল নিয়েও কথা উঠবে এদিনের হারের পর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.