Advertisement
Advertisement

Breaking News

দিল্লি হাই কোর্টের নির্দেশে স্বপ্নভঙ্গ ওলিম্পিয়ান সুশীলের

শেষ আশা ছিল দিল্লি হাই কোর্ট৷ কিন্তু সেই দিল্লি হাই কোর্টের দরবারে গিয়েও খালি হাতেই ফিরতে হল ভারতীয় কুস্তিগির সুশীল যাদবকে৷ ভারতের কুস্তি ফেডারেশন (ডব্লুএফআই)-এর সিদ্ধান্তকেই সিলমোহর দিল দিল্লি হাই কোর্ট৷ আদালতের এই রায়ের ফলে রিও ওলিম্পিকে যাবেন সুশীল যাদব নয়, নরসিংহ যাদব৷

Sushil Kumar's Olympic dreams over, Narsingh Yadav set for Rio
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 6, 2016 7:47 pm
  • Updated:July 20, 2024 7:15 pm  

সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: শেষ আশা ছিল দিল্লি হাই কোর্ট৷ কিন্তু সেই দিল্লি হাই কোর্টের দরবারে গিয়েও খালি হাতেই ফিরতে হল ভারতীয় কুস্তিগির সুশীল যাদবকে৷ ভারতের কুস্তি ফেডারেশন (ডব্লুএফআই)-এর সিদ্ধান্তকেই সিলমোহর দিল দিল্লি হাই কোর্ট৷ আদালতের এই রায়ের ফলে রিও ওলিম্পিকে যাবেন সুশীল যাদব নয়, নরসিংহ যাদব৷

রিও ওলিম্পিকের ট্রায়ালে যোগ দেওয়ার জন্য মহারাষ্ট্রের কুস্তিগির নরসিংহকে বেছে নেয় ডব্লুএফআই৷ ডব্লুএফআইয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন সুশীল যাদব৷ ওলিম্পিকের আগে ট্রায়ালে যোগ দেওয়ার অনুমতি চেয়ে দিল্লি হাই কোর্টে আবেদন করেন সুশীল৷ সোমবারের রায় জাতীয় কুস্তি ফেডারেশনের সিদ্ধান্ত বহাল রাখে দিল্লি হাই কোর্ট৷ রায় শোনাতে গিয়ে বিচারপতি মনমোহন সিং বলেন, ‘‘জাতীয় কুস্তি ফেডারেশনের সিদ্ধান্তে কোনওভাবেই হস্তক্ষেপ করবে না আদালত৷ কেন না তাতে অযথা জলঘোলা হবে৷’’ বিচারকের মতে, খেলোয়াড় নির্বাচন যথেষ্ট স্বচ্ছভাবেই হয়েছে, আদালত হস্তক্ষেপ করলে পদক জয়ের আশা আরও কমবে৷ আদালতে কুস্তি ফেডারেশনের কর্তারা জানান, লন্ডন ওলিম্পিকে পদক জিতেছিলেন৷ কিন্তু ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে শেষবার অংশ নেন সুশীল৷ সেখানেও স্বর্ণপদকও জেতেন তিনি৷ এরপর বহুদিন কাঁধের চোটের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্টে অংশ নিতে পারেননি সুশীল৷ চোটের কারণে গত ডিসেম্বর মাসে প্রো-রেসলিং লিগ থেকেও সরে দাঁড়ান তিনি৷ গত এপ্রিল মাসে জর্জিয়াতে ট্রেনিং নিতে যান কিন্তু তখনও দলের সঙ্গে নয়, একা একাই ট্রেনিং করেন তিনি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement