সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় মহেন্দ্র সিং ধোনি হয়ে ওঠার পর থেকে বি-টাউনের প্রথম সারির অতিনেতাদের সঙ্গে জুড়ে গিয়েছে তাঁর নাম। ফের রুপোলি পর্দায় ক্রীড়াজগতের আরেক তারকার চরিত্রে ধরা দিতে চলেছেন সুশান্ত সিং রাজপুত।
সবকিছু ঠিকঠাক থাকলে দ্য গ্রেট খালির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলি অভিনেতাকে। সূত্রের খবর, কুস্তিগির দলীপ সিং রানাকে নিয়ে একটি বায়োপিক তৈরি হতে চলেছে। যিনি ডব্লিউডব্লিউই’র মঞ্চে খালি নামেই বেশি পরিচিত। এ নিয়ে ইতিমধ্যেই খালির সঙ্গে নাকি কথা বলেছেন ছবির নির্মাতারা। শোনা যাচ্ছে, বায়োপিকে সম্মতি দিয়েছেন বিশ্বখ্যাত ভারতীয় কুস্তিগির। খালির থেকে সবুজ সংকেত পাওয়ার পরই সুশান্তকে এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। রাজিও হয়ে যান তিনি। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি।
ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি এই কুস্তিগির ক্রীড়ামহলের বাইরেও দারুণ পরিচিত। অতীতে স্বয়ং খালিকে বড়পর্দায় দেখেছিলেন সিনেপ্রেমীরা। তবে সেটি তাঁর জীবনকাহিনি ছিল না। পাঞ্জাবের দলীপ সিং রানা থেকে দ্য গ্রেট খালি হওয়ার নেপথ্যে যে ইতিহাস রয়েছে, তাই-ই এবার রুপোলি পর্দায় ফুটে উঠবে। কুস্তির আখড়ায় নিজের পরিচিত পাওয়ার আগে পাঞ্জাব রাজ্য পুলিশের আধিকারিক ছিলেন খালি। অনেক বছর পরিশ্রম আর আত্মত্যাগের পর শেষমেশ নিজের লক্ষ্যে পৌঁছতে সফল হন। বাকিটা ইতিহাস। ২০০৭ সালে ডব্লিউডব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন। তাঁর জীবনের খুঁটিনাটি কাহিনিই এবার আরও বিস্তারিতভাবে জানতে পারবেন অনুগামীরা।
ভিন্ন চরিত্র নিয়ে পরীক্ষা-নিরিক্ষা চালিয়ে যাচ্ছেন সুশান্ত। ‘চান্দা মামা দূর কে’ ছবিতে তাঁকে দেখা যাবে মহাকাশচারীর ভূমিকায়। এদিকে অভিষেক কাপুর পরিচালিত কেদারনাথ ছবিতেও রয়েছেন সুশান্ত। কিন্তু প্রশ্ন হল লম্বা-চওড়া খালির চরিত্রে কি সুশান্তকে মানাবে? খালির উচ্চতা ৭ ফুট। ওজন ১৫৭ কিলো। সেখানে ৬ ফুটের সুশান্তের ওজন ৭৭ কিলো। ক্যাপ্টেন কুলের চেহারা-হাঁটাচলা-কথা বলার ভঙ্গি ভালভাবেই রপ্ত করেছিলেন তিনি। সুশান্ত কেন, কোনও বলিউড অভিনেতাই খালির চেহারা-ছবির ধারে-কাছে পৌঁছান না। তাই খালির বায়োপিক তৈরি একটা বড় চ্যালেঞ্জ। আর সুশান্তকে সামনে রেখেই চ্যালেঞ্জে নামতে চাইছেন নির্মাতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.