সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দল থেকে তিনি ব্রাত্য। ফিটনেস সমস্যা থাকায় টিম ইন্ডিয়ার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বিবেচিত হয়নি তাঁর নাম। তবে ফের একবার খবরের শিরোনামে উঠে এসেছেন সুরেশ রায়না। উত্তরপ্রদেশের এই ক্রিকেটারের নিজের মেয়ে গার্সিয়ার জন্য গাওয়া ‘বিটিয়া রানি’ গানটির ভিডিও ঝড় তুলেছে নেটদুনিয়ায়। প্রশংসা কুড়িয়েছে তাঁর বর্তমান থেকে প্রাক্তন সতীর্থদেরও।
প্রধানমন্ত্রীর ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প থেকে শুরু করে কেন্দ্র-রাজ্যগুলির একাধিক পদক্ষেপ সত্ত্বেও দেশে কমেনি কন্যাসন্তানের মৃত্যুর হার। কমেনি মেয়েদের উপর অত্যাচারের পরিমাণও। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রায়নার এই গান যেন প্রত্যেকটি মেয়ের পক্ষেই সওয়াল করছে। বিখ্যাত একটি এফএম রেডিও চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন রায়নার স্ত্রী প্রিয়াঙ্কা। প্রত্যেক শনিবার (সকাল ৯টা থেকে ১১টা) এবং রবিবার (দুপুর ২টো থেকে ৪টে) ওই চ্যানেলে একটি শো করবেন প্রিয়াঙ্কা। তার জন্যই সুরেশ রায়নার নয়া এই গান।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। শচীন তেণ্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগ থেকে শুরু করে ইরফান পাঠান, গৌতম গম্ভীর-প্রত্যেকেই রায়নার এই কাজের প্রশংসা করেছেন। অন্যান্য নেটিজেনদেরও বাহবা কুড়িয়েছেন তিনি। তবে এই প্রথম নয়, এর আগেও গায়ক রায়নার পরিচয় পেয়েছেন তাঁর ভক্তরা। ২০১৫ সালে মেরুঠিয়া গ্যাংস্টার নামে একটি সিনেমায় গান গেয়েছিলেন রায়না। প্রশংসা কুড়িয়েছিল সেই গানটিও।
আপনিও দেখে নিন রায়নার নয়া গান:
“Be the change you wish to see in the world ~ Mahatma Gandhi”
Stay tuned! Only on @RedFMIndia @_PriyankaCRaina @nisha_narayanan#StayTuned #RedFmIndia #Change #BeTheChange pic.twitter.com/HjAA8c8JsL
— Suresh Raina (@ImRaina) 5 January 2018
Let’s celebrate the daughters of India and let them know that we care for them. Very nice initiative @imraina! #LetsCheerForBitiyaRani #ThePriyankaRainaShow@_PriyankaCRaina https://t.co/jQYJATu7Uv
— sachin tendulkar (@sachin_rt) 9 January 2018
GirlChild a boon,Tune in to’BitiyaRani’on Red FM,Fabulous initiative @ImRaina #LetsCheerForBitiyaRani #ThePriyankaRainaShow@_priyankacraina
— Raveena Tandon (@TandonRaveena) 10 January 2018
The core strength of a country lies in the empowerment of its women. Strong women make stronger nation. #LetsCheerForBitiyaRani#ThePriyankaRainaShowhttps://t.co/MEPA0GnAGw best wishes @imraina @_priyankacraina
— Riteish Deshmukh (@Riteishd) 8 January 2018
Being a woman, I know the struggles I’ve had to face to fight for my right in the society. Let’s strive to make life easier for our daughters,tune in to the ‘The Priyanka Raina Show’ only on Red FM#LetsCheerForBitiyaRanihttps://t.co/wKJA9ckr5r@imraina @_PriyankaCRaina ❤️
— Sania Mirza (@MirzaSania) 8 January 2018
Let’s support those who’ve been victims of the atrocities of this society. Tune in to the #ThePriyankaRainaShow only on Red FM every Saturday 9AM & Sunday 2PM support the women of this nation. #LetsCheerForBitiyaRanihttps://t.co/ifch5OqHTj@imraina @_priyankacraina @RedFMIndia
— Saina Nehwal (@NSaina) 8 January 2018
Virender Sehwag- Help in changing the mind-set of the society, tune in to the ‘The Priyanka Raina Show’ and be a part in bringing about a change for the women of our nation. #LetsCheerForBitiyaRanihttps://t.co/7iC6rp2xfu@imraina @_priyankacraina
— Virender Sehwag (@virendersehwag) 8 January 2018
Girls make the world bright but still struggle to see the light!, tune in to the show for our ‘Bitiya Rani’ only on Red FM every Saturday 9-11 AM & Sunday 2-4 PM and #LetsCheerForBitiyaRani#ThePriyankaRainaShowhttps://t.co/xtj4lehV3y@imraina @_priyankacraina
— Mohammad Kaif (@MohammadKaif) 8 January 2018
What a lovely song sung by our own @ImRaina #BITIYARANI lovely voice.. and great lyrics 👏👏👏👏👏 here is the link guys https://t.co/ntl3NR81Pf @RainaPriyanka
— Harbhajan Turbanator (@harbhajan_singh) 8 January 2018
Women are the pillar of our families, our society & our nation. To show your support, tune in to the ‘The Priyanka Raina Show’ only on Red FM every Saturday 9-11 AM & Sunday 2-4 PM and #LetsCheerForBitiyaRanihttps://t.co/qV76DANymW@imraina @_priyankacraina @redfmIndia
— Irfan Pathan (@IrfanPathan) 8 January 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.