Advertisement
Advertisement

Breaking News

কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই ম্যাচেও নেই রায়না

সাফল্যের নিরিখেই দলে কোনও বদল আনল না নির্বাচকমণ্ডলী৷

Suresh Raina ruled out of next two ODI matches against New Zealand
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 24, 2016 7:18 pm
  • Updated:October 24, 2016 7:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার বিসিসিআইয়ের পক্ষ থেকে ভারত বনাম নিউজিল্যান্ডের বাকি দুটি একদিনের ম্যাচের দল ঘোষণা করা হয়েছে৷ সাফল্যের নিরিখেই দলে কোনও বদল আনল না নির্বাচকমণ্ডলী৷ তাই সুরেশ রায়্নাকে আগামী দুটি ম্যাচেও বিশ্রাম দেওয়া হল৷

সিরিজের শুরুতেই জ্বরে আক্রান্ত হয়ে বাদ পড়েন রায়না৷ যদিও শোনা গিয়েছিল, শারীরিক অসুস্থতা কাটিয়ে দ্রুতই দলে যোগ দেবেন তিনি৷ কিন্তু আপাতত দলে কোনও বদল না আনায় ভারত বনাম নিউজিল্যান্ডের আন্তর্জাতিক একদিনের সিরিজ থেকেই বাদ পড়লেন তিনি৷

Advertisement

ওয়ান ডে সিরিজের আগামী দুই ম্যাচে ১৪ জনের ভারতীয় দলে রয়েছেন, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, বিরাট কোহলি, মণীশ পাণ্ডে, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, অমিত মিশ্র, অক্ষর প্যাটেল, উমেশ যাদব, ধবল কুলকার্নি, জয়ন্ত যাদব, মনদীপ সিং এবং যশপ্রীত বুমরা৷

আগামী দুটি ম্যাচেও প্রত্যাশিত ভাবে দলের নেতৃত্ব দেবেন ধোনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement