Advertisement
Advertisement

Breaking News

বিরাটদের মোটা অঙ্কের পুরস্কারে বাধ সাধল সুপ্রিম কোর্ট

লোধা কমিটির সুপারিশ মেনেই চলতে হবে, বিসিসিআইকে বলল শীর্ষ আদালত৷

Supreme Court order bars BCCI from rewarding Virat Kohli Team
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 22, 2016 1:30 pm
  • Updated:December 22, 2016 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটারদের পারফরম্যান্স ইনসেনটিভ দেওয়াতে লাগাম টানল সুপ্রিম কোর্ট৷ দেশের শীর্ষ আদালতের নির্দেশ লোধা কমিটির নির্দেশ মেনে চলতে হবে৷ এখন থেকে আর ক্রিকেটারদের অতিরিক্ত অর্থ দেওয়া যাবে না৷

বিসিসিআিই যে বিশ্বে অন্যতম ধনী ক্রিকেট বোর্ড একথা সবাই জানে৷ আর ভাল পারফরম্যান্স করলেই দেশের ক্রিকেটাররা পায় মোট অঙ্কের পুরস্কার৷ সেটা অনুর্ধ্ব ১৯ হোক কিংবা সিনিয়র ক্রিকেটাররাই হোক৷ কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই দরাজ হাত এবার বেঁধে দিল সুপ্রিম কোর্ট৷ এবার থেকে ভারতীয় ক্রিকেটারদের ভাল পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করতে গেলে এবার থেকে শীর্ষ আদালতের অনুমতি নিতে হবে৷

Advertisement

এর আগে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া জেতে ৩-০৷  আর সেকারণে পুরস্কার হিসাবে জাতীয় দলের ক্রিকেটাররা পেয়েছিলেন প্রায় ২ কোটির টাকারও বেশি৷ আর সম্প্রতি, বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৪-০ ফলে জিতেছে৷ খুব স্বাভাবিক ভাবেই বিরাট কোহলির দলকে একটা মোট অঙ্কের পুরস্কার দেওয়ার কথা ছিল বিসিসিআই-এর৷ তবে সে গুড়ে বালি৷ অন্তত আগামী ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করতে হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement