Advertisement
Advertisement

৭৫ ঘণ্টায় দুই মহাদেশে চার ম্যাচ, অসম্ভবকে সম্ভব করবেন নারিন

জেনে নিন নারিনের ট্যুর।

Sunil Narine will fly 9 thiusand miles to play four t-20 matches । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 12, 2023 4:19 pm
  • Updated:July 12, 2023 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসম্ভবকে সম্ভব করতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের রহস্য স্পিনার সুনীল নারিন! ৪টি ম্যাচ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ তারকাকে ৯ হাজার মাইল অতিক্রম করতে হবে। জেট ল্যাগকে উড়িয়ে দিয়ে নারিন কি মায়া ছড়াতে পারবেন? 

বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ান নারিন। এবার ৭৫ ঘণ্টায় দুই মহাদেশে ৪টি টি টোয়েন্টি ম্যাচ খেলতে হবে ক্যারিবিয়ান তারকাকে। এই ৭৫ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টাই বিমানে বিমানে ঘুরবেন ক্যারিবিয়ান তারকা।

Advertisement

[আরও পড়ুন: ন্যাটোর বৈঠকে অ্যাশেজ জ্বর, ক্রিকেট কূটনীতিতে মাতলেন অ্যালবানিজ ও সুনাক]

 

আইপিএল শেষ হওয়ার পরে ছ’ সপ্তাহ ধরে টি টোয়েন্টি ব্লাস্টে খেলছেন সুনীল নারিন। লন্ডনের ক্লাব সারের প্লেয়ার তিনি। উল্লেখ্য, সারের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির নামও সুনীল নারিন। ওয়েস্ট ইন্ডিজের মিস্ট্রি স্পিনারের পকেটে ২০টি উইকেট।

এদিকে ৭ জুলাই কোয়ার্টার ফাইনালে ল্যাঙ্কাশায়ার হার মানে সারের কাছে। শুক্ররাতে লস এঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে মেজর লিগ ক্রিকেটে খেলার জন্য মার্কিন মুলুকে যান নারিন। বৃহস্পতিবার রাতে সেই ম্যাচ। ম্যাচটি খেলার পরে শনিবার সকালেই আবার ইংল্যান্ডে যেতে হবে নারিনকে। শনি-দুপুরে সেমিফাইনাল। শেষ চারের লড়াইয়ে সারের মুখোমুখি আবার সমারসেট। সেই ম্যাচ খেলতে হবে নারিনকে।

সেমিফাইনাল জিতলে সন্ধ্যায় ফাইনাল ম্যাচ। প্রতিপক্ষ হতে পারে এসেক্স বা হ্যাম্পশায়ারের মধ্যে যে কোনও একটি দল। সেই ফাইনালের পরেও ক্ষান্ত নেই। নারিনকে আবার যুক্তরাষ্ট্রে ফিরে রবিবার নামতে হবে লস এঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে।
এই ঝটিকা সফরে নারিন কেমন খেলেন সেটাই দেখার।

[আরও পড়ুন: একলাফে ৮০ শতাংশ বাড়ল আইপিএলের ‘মূল্য’, ব্র্যান্ড ভ্যালুর নিরিখে এগিয়ে কোন দল?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement